ইরানি প্রেসিডেন্টের নিউ ইয়র্ক সফর প্রতিরোধের কূটনীতির আদর্শ: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i128408-ইরানি_প্রেসিডেন্টের_নিউ_ইয়র্ক_সফর_প্রতিরোধের_কূটনীতির_আদর্শ_খতিব
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির নিউ ইয়র্ক সফরের প্রশংসা করেছেন তেহরানের জুমার নামাজের খতিব। প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি নিউ ইয়র্ক সফর করেছেন।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির নিউ ইয়র্ক সফরের প্রশংসা করেছেন তেহরানের জুমার নামাজের খতিব। প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি নিউ ইয়র্ক সফর করেছেন।  

এ  প্রসঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, প্রতিরোধমূলক কূটনীতির আদর্শ স্থাপন করেছেন ইরানি প্রেসিডেন্ট। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে গোটা বিশ্বের সামনে দৃঢ়তার সঙ্গে ইরানি জাতির যৌক্তিক অবস্থান তুলে ধরেছেন। প্রেসিডেন্ট রায়িসি গোটা বিশ্বের নির্যাতিত মানুষের কথা বলেছেন, তিনি ইরানের জনগণ ও শহীদদের বক্তব্য বর্ণনা করেছেন। আসন্ন নয়া বিশ্ব ব্যবস্থা সম্পর্কেও গোটা বিশ্বের সামনে ব্যাখ্যা তুলে ধরেছেন।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি  ইউরোপ ও আমেরিকায় পবিত্র কুরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য রেখেছেন তা ইরানসহ গোটা বিশ্বেই প্রশংসিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত খবরে লাইক ও ইতিবাচক কমেন্টের বন্যা বইয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।