সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা
https://parstoday.ir/bn/news/iran-i128422-সৌদি_আরবের_জাতীয়_দিবস_উপলক্ষে_ইরানের_প্রেসিডেন্টের_শুভেচ্ছা
সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।সম্প্রতি রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর প্রেসিডেন্ট রায়িসি এ শুভেচ্ছা জানালেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  • সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা

সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।সম্প্রতি রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর প্রেসিডেন্ট রায়িসি এ শুভেচ্ছা জানালেন।

সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ  শুভেচ্ছার কথা জানিয়েছে রিয়াদস্থ ইরান দূতাবাস। ওই পোস্টে প্রেসিডেন্ট রায়িসির এ সংক্রান্ত দু’টি চিঠির ছবিও প্রকাশ করা হয়েছে। চিঠিতে প্রেসিডেন্ট রায়িসি সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক আরো বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ ও তার সন্তান, যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে উদ্দেশ করে ওই দুই চিঠি লেখা হয়েছে।

বর্তমান সৌদি রাজা সালমানের পিতা আব্দুলআজিজ আলে সৌদি ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সৌদি আরব প্রতিষ্ঠা করেন। তখন থেকে দেশটিতে ২৩ সেপ্টেম্বরকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের ফাঁসি কার্যকর করার ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

এরপর দীর্ঘ বিরতির পর গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব। বেইজিং-এ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর দু’দেশ এক যৌথ বিবৃতিতে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে ও একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

এরপর গত মে মাসে ইরানের সিনিয়র কূটনীতিক আলীরেজা এনায়েতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তেহরান গত জুন মাসে রিয়াদে নিজের দূতাবাস চালুর পাশাপাশি জেদ্দা শহরে একটি কনস্যুলেট চালু করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।