নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i128424-নিউ_ইয়র্কে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_সঙ্গে_ওআইসি_মহাসচিবের_সাক্ষাৎ
আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হলে গোটা মুসলিম বিশ্ব উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:০৬ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হলে গোটা মুসলিম বিশ্ব উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।

নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ওই সাক্ষাতে তাহা বলেন, ইরান মুসলিম বিশ্বের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলকে প্রতিহত করার জন্য  নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করা এবং সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা ও ভুল বোঝাবুঝিগুলোর অবসান ঘটানো। 

ইউরোপীয় দেশগুলোতে কথিত মত প্রকাশের স্বাধীনতার স্লোগান দিয়ে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানান  ওআইসি মহাসচিব।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তার দেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি দেয়া ভাষণে পশ্চিমা দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে এ ধরনের ন্যক্কারজনক কাজের পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি পবিত্র কুরআনের মর্যাদা তুলে ধরার জন্য সাধারণ পরিষদের ভাষণে পবিত্র কুরআনের একটি কপি প্রদর্শন করেন।

ওআইসির জরুরি বৈঠকে গৃহিত প্রস্তাব হয়েছে পবিত্র কুরআন অবমাননা রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারে উদ্যোগী হওয়ার জন্য তিনি ওআইসি মহাসচিবের প্রশংসা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।