নূর-৩ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন শত্রুদের ব্যর্থতার আরেকটি প্রমাণ: ইরান
(last modified Thu, 28 Sep 2023 09:07:56 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নূর-৩ ইমেজিং স্যাটেলাইট তৈরি এবং সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপনকে শত্রুদের নিষেধাজ্ঞা প্রয়োগের ব্যর্থতার আরেকটি প্রমাণ বলে মন্তব্য করেছেন।

ভূমি থেকে সাড়ে ৪শ' কিলোমিটার উর্ধ্বে পৃথিবীর কক্ষপথে ইরান গতকাল ওই স্যাটেলাইটটি সফলভাবে স্থাপন করেছে। ইরান গত চার দশকে মহাকাশ প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যাপক গতিশীল পদক্ষেপ নিয়েছে।

শত্রুরা বিচিত্র নিষেধাজ্ঞা দিয়ে যতই চেষ্টা করেছে ইরানকে অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তিসহ বৈজ্ঞানিক উন্নয়নের পথে বাধা দিতে সেসব কোনো কাজে আসে নি। ইরান শত্রুদের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মহাকাশ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

আইআরজিসি' বিশেষজ্ঞরা নূর-৩ স্যাটেলাইটটিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেদ রকেটের সাহায্যে গতকাল কক্ষপথে পাঠিয়েছে। আইআরজিসি জানিয়েছে এই স্যাটেলাইটটিকে ছবি তোলাসহ নজরদারি মিশন পরিচালনা কাজে লাগানো হবে

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানী নূর-৩ স্যাটেলাইট সফলভাবে নির্মাণ ও কক্ষপথে স্থাপনের জন্য দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে দেশে মহাকাশ শিল্পের দ্রুত বিকাশের পথ প্রশস্ত করার অনুরোধ জানিয়েছেন।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।