আরো উন্নত পার্স-২ ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i128928-আরো_উন্নত_পার্স_২_ইমেজিং_স্যাটেলাইট_তৈরি_করছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসএ'র প্রধান হোসেইন সালারিয়ে জানিয়েছেন, তার দেশ আরো উন্নতমানের পার্স- টু ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে। এই স্যাটেলাইটে অতিমাত্রায় নিখুঁত রিমোট সেন্সিং ব্যবহার করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২৩ ১৬:০৮ Asia/Dhaka
  • আরো উন্নত পার্স-২ ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসএ'র প্রধান হোসেইন সালারিয়ে জানিয়েছেন, তার দেশ আরো উন্নতমানের পার্স- টু ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে। এই স্যাটেলাইটে অতিমাত্রায় নিখুঁত রিমোট সেন্সিং ব্যবহার করা হয়েছে।

একইসাথে হোসেইন সালারিয়ে জানিয়েছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ ইরান মহাকাশে একটি বায়ো-ক্যাপসুল উৎক্ষেপণ করবে।
সালারিয়ে আজ (বুধবার) আরো জানান, ১০ বছরের মহাকাশ গবেষণা বিষয়ক পরিকল্পনার আওতায় ইরান চলতি বছরের শুরুতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আরো বলেন, তেহরান এরইমধ্যে কয়েকটি মিনি ও মাঝারি স্যাটেলাইটের নির্মাণ কাজ শুরু করেছে। এর পাশাপাশি নাহিদ-৩ স্যাটেলাইটের নির্মাণ কাজও শুরু করেছে ইরান। এই স্যাটেলাইট হবে ইরানের জন্য আপাতত সবচেয়ে আধুনিক ও অভিজাত স্যাটেলাইট।#
পার্সটুডে/এসআইবি/৪