মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে নৌ মহড়া চালাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i129682-মজলুম_ফিলিস্তিনিদের_সমর্থনে_নৌ_মহড়া_চালাল_ইরান
মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে আজ (শনিবার) নৌ মহড়া চালিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • মহড়া
    মহড়া

মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে আজ (শনিবার) নৌ মহড়া চালিয়েছে ইরান।

ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ কমান্ডার আলী বাখশায়ি বলেছেন, ফিলিস্তিনের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরাইলের চলমান পাশবিকতার বিরুদ্ধে আহওয়াজ, হেন্দিজান ও আরভান্দকেনারে পারস্য উপসাগরের পানি সীমায় নৌ মহড়া চালানো হয়েছে।

তিনি বলেন, মহড়ায় বিভিন্ন ধরণের নৌযান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক নৌযানে এ সময় ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ ফ্রন্টের  পতাকা শোভা পাচ্ছিল। এর মধ্যদিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গাজার মানুষের দুঃখ-দুর্দশায় যে ইরানিরাও মর্মাহত তা প্রকাশ করা হয়েছে।

এদিকে, ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিত্বরা বিবৃতি দিচ্ছেন এবং কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। আজ ইরানের গোয়েন্দা মন্ত্রী আজ বলেছেন, ইসরাইলকে ঐশী শাস্তির পাশাপাশি মানুষের পক্ষ থেকেও শাস্তির সম্মুখীন হতে হবে।

এই প্রতিশোধ ইসরাইলের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলে তিনি জানান।#  

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।