বিশ্ব আমেরিকার বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ: মেজর জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i130204-বিশ্ব_আমেরিকার_বিরুদ্ধে_আগের_চেয়ে_অনেক_বেশি_ঐক্যবদ্ধ_মেজর_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: জিহাদের মশাল এখন জ্বলজ্বল করছে। মেজর জেনারেল সালামি বলেন: আগের যে-কোনো সময়ের চেয়ে বিশ্ব এখন আমেরিকার বিরুদ্ধে অনেক বেশি ঐক্যবদ্ধ। বিশ্বে মার্কিন নীতির রক্তাক্ত পরিচয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৬:৩৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল সালামি
    মেজর জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চীফ বলেছেন: জিহাদের মশাল এখন জ্বলজ্বল করছে। মেজর জেনারেল সালামি বলেন: আগের যে-কোনো সময়ের চেয়ে বিশ্ব এখন আমেরিকার বিরুদ্ধে অনেক বেশি ঐক্যবদ্ধ। বিশ্বে মার্কিন নীতির রক্তাক্ত পরিচয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা তাসনিম আরও জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আজ (বৃহস্পতিবার) তেহরানে মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন: আমেরিকা, ইংল্যান্ড এবং ইহুদিবাদ একটি তিক্ত বাস্তবতার তিনটি দিক। ওই তিন শক্তি ষড়যন্ত্র ও সুস্পষ্ট বিদ্বেষের অবিচ্ছেদ্য অংশ।

জনাব সালামি বলেন: ইহুদিবাদীরা ৭৫ বছর আগে সন্ত্রাস ও অপরাধযজ্ঞ চালিয়ে ফিলিস্তিন দখল করেছিল। আজও তারা মুসলিম বিশ্বের তরুণদেরকে রাজনৈতিক অন্ধত্বে ভোগানোর চেষ্টা করছে। কিন্তু দেশের পতাকা উত্তোলিত হলে জাতিকে প্রতারিত করার কোনো উপায় বলদর্পীদের আর থাকে না।

জেনারেল সালামি আরো বলেন: ইহুদিবাদীরা অনেক যুদ্ধ উস্কে দিয়েছে। ইরানের ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে শত্রুরা বিভিন্ন অজুহাতে মুসলিম ভূখণ্ডে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ৪৫ বছর ধরে ওই বলদর্পি শক্তি মুসলিম ভূখণ্ডে যুদ্ধ বাধিয়ে রাখার পেছনে উদ্দেশ্য হলো ইসলামের নামে কোনো বৃহৎ শক্তি যেন গড়ে উঠতে না পারে।

কিন্তু আজ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ তাদের হৃদয়ে পুষে রাখা কয়েক দশকের নৃশংসতার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে। আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা হল গাজায় তারা এখন 'বিজয়' শব্দটি উচ্চারণ করার শক্তি রাখে না।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।