নভেম্বর ২৪, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে "বাইতুল-মোকাদ্দাসের দিকে" শিরোনামের মহড়া শুরু হয়েছে ইরানে। বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে ওই মহড়া আজ তেহরান থেকে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইসনা আরও জানিয়েছে,বাসিজ সপ্তাহর আগমন উপলক্ষে 'হজরত মুহাম্মদ রাসুলুল্লাহ (সা.) এর সৈনিক'দের পক্ষ থেকে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে ওই মহড়ার আয়োজন করা হয়। দ্বারা জেরুজালেমে একটি মহড়ার আয়োজন করা হয়। আজ (শুক্রবার) সকাল থেকে শুরু হয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে মহড়ার কাজ শুরু হয়।

বাসিজের মহড়া

বাসিজের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং জনগণ তেহরানের 'ইনক্বিলাব' চত্বরে সমবেত হয়ে ঐতিহাসিক ওই মিছিলে অংশ নেয়। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন এবং ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করতে তেহরানের ইনক্বিলাব চত্বরে তারা রাস্তায় নেমে আসে।

ইনক্বিলাব এবং ভালি-আসর সড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তার মোড় হয়ে ওই মিছিল তেহরান ইউনিভার্সিটির দিকে রওনা হয়েছে। অন্তত ৫০ হাজার লোকের ওই ঐতিহাসিক পদযাত্রায় অংশগ্রহণকারীরা ইসরাইল-আমেরিকার অপরাধযজ্ঞের বিরুদ্ধে নান স্লোগান দেয়। তেহরান বাসিজের বিভিন্ন দল এবং রাজধানীর বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ওই মহড়ায় যোগ দিয়েছেন।

ইসলামী বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে ইরানের সম্পদের ওপর থেকে বিশ্ব আধিপত্যবাদী শক্তির কালো থাবা গুঁড়িয়ে যাবার পর ইরানের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র ও ফেতনা দিন দিন বেড়েই যাচ্ছিল।

এরকম এক পরিস্থিতিতে মরহুম ইমাম খোমেনী ১৯৭৯ সালের ২৬ নভেম্বর 'বাসিজ সংগঠন' তৈরির আদেশ জারি করেছিলেন। তারপর থেকে এই সংগঠনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দায়িত্বশীলতার সাথে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ