ফিলিস্তিন বিষয়ক তেহরান সম্মেলনে তালেবানের অংশগ্রহণ: একটি পর্যালোচনা
https://parstoday.ir/bn/news/iran-i132476-ফিলিস্তিন_বিষয়ক_তেহরান_সম্মেলনে_তালেবানের_অংশগ্রহণ_একটি_পর্যালোচনা
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির তেহরান সফর আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তালেবানদের সম্পৃক্ত করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টার প্রমাণ। ইরান দেখাতে চায় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে তালেবানও মতামত প্রকাশ করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:৪২ Asia/Dhaka

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির তেহরান সফর আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তালেবানদের সম্পৃক্ত করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টার প্রমাণ। ইরান দেখাতে চায় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে তালেবানও মতামত প্রকাশ করতে পারে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমাদ তাক্কোল বলেছেন: আমির খান মোত্তাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের আমন্ত্রণে তেহরান সফর করেছেন। ফিলিস্তিনের ওপর একটি উচ্চ-পর্যায়ের রাজনৈতিক পরামর্শমূলক সম্মেলনে অংশগ্রহণের জন্য একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানে যান। গাজায় ইহুদিবাদী অপরাধের ব্যাপারে তালেবান একটি ভালো অবস্থান নিয়েছে এবং দেখিয়েছে যে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সক্রিয় অবস্থান রয়েছে। তারাও অপরাপর মুসলিম দেশের মতো গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছে।

আমির আবদুল্লাহিয়ান ও আমির খান মোত্তাকি

রাজনীতি বিশেষজ্ঞ আমিন ফারজাদ বলেছেন: পাকিস্তানের প্রেসিডেন্টও সম্প্রতি জোর দিয়ে বলেছিলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের নেতৃত্বের ভূমিকায় রয়েছে ইরান। ফিলিস্তিন বিষয়ক তেহরান বৈঠকে তালেবানকে আমন্ত্রণ জানানোর ঘটনাও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধির প্রচেষ্টারই অংশ।

ফিলিস্তিন বিষয়ক সম্মেলনের আয়োজন করে ইরান প্রমাণ করেছে তারা সেদেশের  জনগণের আশা-আকাঙ্ক্ষাকে জোরালোভাবে সমর্থন করে। পক্ষান্তরে তথাকথিত মানবাধিকার রক্ষার দাবিদাররা ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে নীরব ‌এমনকি গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়। তাই গাজায় ইহুদিবাদী অপরাধের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সুসংগঠিত এবং শক্তিশালী করা প্রয়োজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টায় ফলে সেই প্রক্রিয়া ক্রমশ শক্তিশালী হচ্ছে। অপর এক রাজনীতি বিশেষজ্ঞ সৈয়দ ঈসা মাজারী বলেছেন: মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শক্তি হয়ে উঠতে পারে।

এরইমধ্যে তালেবান আফগানিস্তানে আড়াই বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ফিরে এসেছে। যদিও এর সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে এখনও স্বীকৃত নয়, তবে মুসলিম বিশ্বের সদস্য হিসাবে তারা তাদের অবস্থান ঘোষণা করতে পারে। এদিক থেকে বিচার করলে তেহরান সম্মেলনে আফগানিস্তানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। তালেবান বারবার গাজায় ইহুদিবাদীদের অপরাধের নিন্দা করে প্রমাণ করেছে তারা সেই সব দেশের সাথে রয়েছে যারা সার্বিক গুরুত্ব সহকারে ফিলিস্তিনকে সমর্থন করে এবং কার্যত মাঠে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি ওই সম্মেলনে ন্যায়ভিত্তিক একটি নয়া বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর আহ্বান জানান। তেহরানে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি এ ধরনের প্রচেষ্টা দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।