জানুয়ারি ২৬, ২০২৪ ১৮:০০ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় পরাজিত হয়েছে এবং তারা তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তিনি গাজা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে করে বলেন, গাজা থেকে যেসব খবর আসছে তা থেকে ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগীদের পরাজয় এবং গাজা তথা ফিলিস্তিনের জনগণ ও যোদ্ধাদের বিজয়ের প্রমাণ পাওয়া যাচ্ছে।

জুমার নামাজের ইমাম আরও বলেন, ফিলিস্তিনি জনগণ দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছে এবং পাল্টা আঘাত হেনেছে। এ কারণে ইহুদিবাদী ইসরাইল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইরানের আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানি জনগণ সব সময় শত্রুদের ষড়যন্ত্র নস্যাতে সক্রিয় ভূমিকা রেখেছে। এই নির্বাচনেও তাই হবে। কারণ নির্বাচনে অংশগ্রহণ করাটা একজন নাগরিকের ইসলামি ও জাতীয় দায়িত্ব। তিনি বলেন, ইরানের নির্বাচন বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নির্বাচনগুলোর একটি।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ