হযরত ইমাম খোমেনী ও শহীদদের মাজার জিয়ারত করলেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i133960-হযরত_ইমাম_খোমেনী_ও_শহীদদের_মাজার_জিয়ারত_করলেন_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৪ ১৬:০৬ Asia/Dhaka
  • হযরত ইমাম খোমেনী ও শহীদদের মাজার জিয়ারত করলেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেনী (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে আলোকিত দশ প্রভাত শুরুর প্রাক্কালে আজ (বুধবার) সর্বোচ্চ নেতা বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর মাজার জিয়ারত করলেন। এ সময় তিনি বিপ্লবের মহান শহীদদের কবরও জিয়ারত করেন।

জিয়ারতের পাশাপাশি সর্বোচ্চ নেতা ইমাম খোমেনীর মাজারে নামাজ আদায় এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

হযরত ইমাম খোমেনীর মাজার জিয়ারতের পাশাপাশি আয়াতুল্লাহ মোহাম্মাদ হোসেইন বেহেশতি, মোহাম্মাদ আলী রেজায়ি এবং মোহাম্মাদ জাওয়াদ বাহনোরের কবর জিয়ারত করেন। ইরান সরকারের এ সমস্ত শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইসলামী বিপ্লব সফল হওয়ার কয়েক বছরের মধ্যে শহীদ হন।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।