মার্চ ১২, ২০২৪ ০৯:৩১ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দাম্ভিক শক্তিগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম জাতিগুলোর সামনে অবারিত সুযোগ এনে দিয়েছে পবিত্র মাহে রমজান।

তিনি পবিত্র রমজান উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন।  রায়িসি বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকার গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে রেখেছে এবং সেখানে ভয়াবহ সব অপরাধযজ্ঞ চালিয়েছে।

গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩১,০০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগ নারী ও শিশু।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মুসলিম শাসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য পবিত্র রমজান মাস বিশ্ব মুসলিমকে অপূর্ব সুযোগ এনে দেয় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি। কুরআনের শিক্ষা বাস্তবায়ন করে মুসলমানরা যেমন নিজের আত্মিক উন্নতি করতে পারে তেমনি তারা তাদের দেশকেও উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি জনগণ আজ গাজায় ইসরাইলের বিরুদ্ধে যে লড়াই করছে তার প্রতি মুসলিম বিশ্ব কঠোর সমর্থন জানালে ফিলিস্তিন, আল-কুদস ও আল-আকসা মসজিদ স্বাধীন হতো বাধ্য। প্রেসিডেন্ট রায়িসি তার বার্তায় মুসলিম উম্মাহ’র উত্তরোত্তর সুখ ও সমৃদ্ধি কামনা করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ