ফিলিস্তিনের কাছে ইসরাইলের পরাজয় ঘটবে: ইরানি খতিব
https://parstoday.ir/bn/news/iran-i135630-ফিলিস্তিনের_কাছে_ইসরাইলের_পরাজয়_ঘটবে_ইরানি_খতিব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি গাজা তথা ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • কাজেম সিদ্দিকি
    কাজেম সিদ্দিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি গাজা তথা ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে বর্ণনা করেছেন।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় কয়েকটি আরব দেশের সমালোচনা করে বলেন, এসব দেশের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গাজা তথা ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দেবে বলে সবাই প্রত্যাশা করে।

একই সঙ্গে তিনি পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রতিরোধ সংগঠনের ভূমিকার প্রশংসা করে বলেন, এসব প্রতিরোধ সংগঠন ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের উপযুক্ত জবাব দিয়েছে এবং প্রতিরোধ সংগ্রামীরা খুব শিগগিরই দখলদার ইসরাইলকে পরাজিত করতে সক্ষম হবে।

আমেরিকা তথা পশ্চিমাদের সমর্থন নিয়ে প্রতিদিনই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এর ফলে যারা শহীদ হচ্ছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইরানে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতির প্রশংসা করে আজকের জুমার নামাজের খতিব বলেন, জনগণ নির্বাচনে অংশ নিয়ে শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।