মার্চ ৩০, ২০২৪ ১৪:৪৫ Asia/Dhaka
  • ‘ফিলিস্তিনিদের প্রতি ইরানের দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আবারো ঘোষণা করেছেন যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ শক্তি ও ফিলিস্তিনিদের জন্য ইরানের পক্ষ থেকে দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।

জেনারেল বাকেরি গতকাল (শুক্রবার) তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, "১৯৭৯ সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে ফিলিস্তিনি সংকট ইরানের প্রধান কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং পূর্ণ শক্তি দিয়ে এই সমর্থন অব্যাহত রাখা হবে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে হামাসের "অভূতপূর্ব" অপারেশন আল-আকসা স্টর্ম ইসরাইলের অভ্যন্তরে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। 

ইরানি কমান্ডার বলেন, সম্মানজনক অপারেশন দখলদার ইসরাইলের অপরাজেয়তার দম্ভ ভেঙে দিয়েছে এবং ফিলিস্তিনকে সারা বিশ্বে আবার একটি গুরুতর ইস্যু হিসেবে সামনে এনেছে। জেনারেল বাকেরি বলেন, মার্কিন সমর্থন ছাড়া ইসরাইল নিশ্চিতভাবে ভেঙে পড়ত।

বৈঠকে ইসমাইল হানিয়া বলেন, হামাসের সামরিক অভিযান ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর সারা বিশ্বে শোনার ব্যবস্থা করেছে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মনোবল বাড়িয়ে দিয়েছে।

হামাস নেতা নিপীড়িতদের সমর্থন এবং অত্যাচারী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মহান প্রচেষ্টাকে স্মরণ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০

ট্যাগ