যুক্তরাষ্ট্রকে ইরান: 'দূরে থাকুন যাতে হামলার শিকার না হন'
(last modified Sat, 06 Apr 2024 04:27:38 GMT )
এপ্রিল ০৬, ২০২৪ ১০:২৭ Asia/Dhaka
  • সিরিয়ার রাজধানী দামেস্কের দূতাবাসের পাশে ইরানের কনস্যুলেট ভবনটিতে ইসরাইল সন্ত্রাসী হামলা চালায়।
    সিরিয়ার রাজধানী দামেস্কের দূতাবাসের পাশে ইরানের কনস্যুলেট ভবনটিতে ইসরাইল সন্ত্রাসী হামলা চালায়।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে একটি চিঠি পাঠিয়ে বলেছে, দেশটি যেনো ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে না পড়ে। ইরানের প্রেসিডেন্টের দফতর এ খবর দিয়েছে।

একটি লিখিত বার্তায় ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছে তারা যেনো আমেরিকার জন্য তৈরি করা নেতানিয়াহুর ফাঁদে না পড়েন: দূরে থাকুন যাতে আপনি হামলার মুখে না পড়েন। মার্কিন প্রশাসন তেহরানের প্রতি আমেরিকার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য আহ্বান জানানোর পর ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ের উপপ্রধান মোহাম্মদ জামশিদি শুক্রবার এ টুইট করেন।

দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়ে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করার পর চিঠিটি আসে। পর্যবেক্ষকরা বলছেন, দামেস্কে হামলা ছিল ইসরায়েলের একটি প্রচেষ্টা যাতে আমেরিকাকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে টেনে আনা যায়।

এদিকে, আমেরিকা বলেছে যে তারা ইরানকে মার্কিন ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখার সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার উল্লেখ করেছেন যে বার্তায় বলা হয়েছে যে দামেস্কে ইরানের দূতাবাসের কনস্যুলার ভবনে সোমবারের ভয়াবহ বিমান হামলায় ওয়াশিংটন "জড়িত নয়"।

তিনি বলেন, "আমরা ইরানিদের কাছে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছিলাম যে এ হামলায়  আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা তখন এটা সম্পর্কে জানতাম না।"

সোমবার বিকেলে ইসরাইলি জঙ্গিবিমান দামেস্কের মেজেহ জেলায় দূতাবাস ভবনের পাশে অবস্থিত ইরানি কনস্যুলেটে বোমাবর্ষণ করে। বিমান হামলায় সিরিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এর সাত সদস্যসহ ১৩ জন নিহত হয়েছে। ইরানি কর্মকর্তারা ইসরাইলের এই অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত কর‍েছেন। # 

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ