সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার উৎসকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে 
https://parstoday.ir/bn/news/iran-i136712
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং হিসেবি জবাব দিয়েছে। তিনি বলেন, সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে ইহুদিবাদী ইসরাইলের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে সেই সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ১৭, ২০২৪ ০৯:৩১ Asia/Dhaka
  • সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার উৎসকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং হিসেবি জবাব দিয়েছে। তিনি বলেন, সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে ইহুদিবাদী ইসরাইলের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে সেই সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার সাথে ফোনালাপে একথা বলেন আমির আবদুল্লাহিয়ান। দুই মন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করেন। 

আমির আব্দুল্লাহিয়ান জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধ করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় নিখুঁত এবং হিসেবি ব্যবস্থা নেয়া হয়েছে। ইসরাইলের যেসব ঘাঁটি ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে। 

ইরানি কনসুলেট ভবনে হামলার বিরুদ্ধে জাপানের সুস্পষ্ট অবস্থান এবং নিন্দার কথা উল্লেখ করে ইয়োকো কামিকাওয়া বলেন, জাপান বিশ্বাস করে কূটনৈতিক মিশনগুলোতে হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেকোনো ধরনের সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭