নৃশংসতার জন্য ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘের প্রতি ইরান ও পাকিস্তানের আহ্বান
(last modified Thu, 25 Apr 2024 03:23:59 GMT )
এপ্রিল ২৫, ২০২৪ ০৯:২৩ Asia/Dhaka
  • নৃশংসতার জন্য ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘের প্রতি ইরান ও পাকিস্তানের আহ্বান

গোটা পশ্চিম এশিয়া জুড়ে নৃশংসতা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক মিশন ও ভূমিতে হামলা চালানোর জন্য ইসরাইলকে দায়ী করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির তিন-দিনব্যাপী পাকিস্তান সফরের শেষদিনে বুধবার দু’দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি বিমান হামলার কথা উল্লেখ করা হয়। ওই হামলায় সিরিয়ার কয়েকজন নাগরিকের পাশাপাশি ইরানের সাতজন সামরিক উপদেষ্টা নিহত হন।

ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান গত ১৩ এপ্রিল ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েকশ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।

পাকিস্তান সফরের সময় প্রেসিডেন্ট রায়িসি তার দেশের ভূমিতে যেকোনো হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছেন, সেরকম কিছু হলে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হবে এবং ইসরাইলের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।

বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞেরও তীব্র নিন্দা জানানো হয়। এতে ইসলামাবাদ ও তেহরান দ্ব্যর্থহীন কণ্ঠে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনের নিন্দা জানায়। বিবৃতিতে অবিলম্বে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি ঘোষণা করে সেখানকার অধিবাসীদের জন্য অবাধে মানবিক ত্রাণ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।