ইরান মানে নানা সুযোগের সমাহার: চীনা বিনিয়োগকারীদের মন্তব্য
ইরান সফররত চীনা বিনিয়োগকারীদের প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, ইরান মানে নানা সুযোগের সমাহার। দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে সম্পর্ক বিস্তৃত হওয়ার মধ্যদিয়ে ইরানে চীনা বিনিয়োগ আরও বাড়বে।
চীনা বিনিয়োগকারীদের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লিং রোং মিং। তেহরানে ইরানের রপ্তানি সক্ষমতার ষষ্ঠ প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে তিনি বলেন,
ইরানের এই প্রদর্শনীতে চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ইতিবাচক। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা ইরানি কোম্পানিগুলোর সক্ষমতার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। এটা দুই দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে।
তিনি আরও বলেন,
তেহরানের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যমের নেতিবাচক প্রচারণার কারণে চীনের নাগরিকদের কেউ কেউ ইরান সফরে আগ্রহী নয়। ইরানি জনগণ ও কোম্পানিগুলোর সাথে পরিচয় বৃদ্ধি পাওয়ায় ইরানে চীনা কোম্পানিগুলোর প্রতিনিধির সংখ্যা বাড়বে।
লিং রোং মিং আরও স্পষ্ট করে বলেন,
ইরানের সঙ্গে চীনের সম্পর্কটা পাকিস্তান ও রাশিয়ার মতোই। অর্থাৎ এই সম্পর্ক কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়।
ইরানের রপ্তানি সক্ষমতার ষষ্ঠ প্রদর্শনী বা ইরান এক্সপো গত ২৭ এপ্রিল শুরু হয় এবং ১ মে তা শেষ হয়েছে।
এই প্রদর্শনীতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের দুই হাজারেরও বেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এই প্রদর্শনী চলাকালে ইরানের বৃহৎ ও সফল কোম্পানিগুলোর সঙ্গে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আলোচনা ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে খাদ্য, কৃষি ও মৎস্য, কার্পেট ও হস্তশিল্প, পর্যটন খাত, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগার, রাসায়নিক পণ্য, প্রসাধনী এবং নির্মাণ, প্রকৌশল ও পেট্রোকেমিক্যাল খাতের নানা অর্জন তুলে ধরা হয়েছে।
৫০ হাজার বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এবং সেখানে ইরানের ৮০০ কোম্পানি অংশ নেয়।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।