মে ২২, ২০২৪ ১৯:৩৬ Asia/Dhaka
  • আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি অব্যাহত থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা
    আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি অব্যাহত থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা

আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান আজ (বুধবার) তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাতে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ সময় ইরানের সর্বোচ্চ নেতা শোক ও সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি হচ্ছে আর্মেনিয়ার সঙ্গে ক্রমেই সম্পর্কের উন্নয়ন ঘটানো। অন্তবর্তী প্রেসিডেন্ট জনাব মোখবের'র দিকনির্দেশনায় এই নীতি ও ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইরান এবং আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক কৌশলগত, তবে এমন সম্পর্ক চায় না এমন পক্ষও রয়েছে। এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো অত্যন্ত সতর্কতা ও মনোযোগের সাথে এগিয়ে নিতে হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমাদের মরহুম প্রেসিডেন্ট আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কিত সীমান্ত সমস্যা এবং এটাকে ঘিরে যেসব ঘটনাবলী ঘটেছে সেগুলোর বিষয়ে অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং এই সংবেদনশীলতা ও সতর্কতা অব্যাহত রাখতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে পারি।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ