'ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই'
(last modified Sat, 10 Aug 2024 11:21:33 GMT )
আগস্ট ১০, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • 'ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই'

পার্সটুডে- জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে যে তেহরানে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। একই সঙ্গে তারা বলেছে, গাজা যুদ্ধবিরতির সঙ্গে ইরানের বৈধ প্রতিরক্ষার অধিকারের কোনো সম্পর্ক নেই।

গত (বুধবার) জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহ হত্যার ঘটনায় ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে  ইরানের প্রতিক্রিয়া বিলম্বিত করার সম্ভাবনা এবং বিদ্যমান চ্যানেলগুলোর মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে  যোগাযোগের বিষয়ে দুটি প্রশ্নের উত্তর দিয়েছে। পার্সটুডে-এর খবর অনুযায়ী, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনায় ইসরাইলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে ইরান গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহের আলোচনা পর্যন্ত স্থগিত করবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ইরানের অগ্রাধিকার এবং হামাস যে চুক্তি গ্রহণ করবে তা তেহরান গ্রহণ করবে কিন্তু ইরানের বৈধ প্রতিরক্ষার অধিকারের সঙ্গে গাজা যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই।

এই ঘোষণায় আশা করা যায় যে ইরানের প্রতিক্রিয়া যথাসময়ে এবং এমনভাবে করা হবে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষতি না হয়।

জাতিসংঘে ইরানের প্রতিনিধিত্ব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা প্রেরণের বিদ্যমান চ্যানেলগুলো সম্পর্কেও স্পষ্ট করে বলেছে,  ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা প্রেরণের জন্য সব সময় সরাসরি এবং মধ্যস্থতাকারী সরকারি চ্যানেল রয়েছে এবং পছন্দ অনুযায়ী আমরা উভয় পক্ষ এগুলো গোপন রাখার বিষয়ে একমত হয়েছি।#

 

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।