প্যারিস অলিম্পিকের কুস্তিতে দলগত চ্যাম্পিয়ন ইরান; তায়কোয়ান্দোতে রানার আপ
https://parstoday.ir/bn/news/iran-i140550-প্যারিস_অলিম্পিকের_কুস্তিতে_দলগত_চ্যাম্পিয়ন_ইরান_তায়কোয়ান্দোতে_রানার_আপ
পার্সটুডে- ইরানের জাতীয় কুস্তি দল প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেইসঙ্গে ইরানের তায়কোয়ান্দো দল ২০২৪ প্যারিস অলিম্পিকের রানার-আপ শিরোপা জিতেছে। গত ২৬ জুলাই ৩৩তম প্যারিস অলিম্পিক গেমস ২০২৪ এর উদ্বোধন করা হয় এবং ১২ আগস্ট এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই গেমসের সমাপ্তি টানা হয়।  পার্সটুডে ফার্সি জানাচ্ছে, ইরানের জাতীয় কুস্তি দল এই অলিম্পিকে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৩, ২০২৪ ১০:০৫ Asia/Dhaka
  • ক্যাপশান: প্যারিস অলিম্পিকের কুস্তিতে দলগত চ্যাম্পিয়ন ইরান; তায়কোয়ান্দোতে রানার-আপ
    ক্যাপশান: প্যারিস অলিম্পিকের কুস্তিতে দলগত চ্যাম্পিয়ন ইরান; তায়কোয়ান্দোতে রানার-আপ

পার্সটুডে- ইরানের জাতীয় কুস্তি দল প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেইসঙ্গে ইরানের তায়কোয়ান্দো দল ২০২৪ প্যারিস অলিম্পিকের রানার-আপ শিরোপা জিতেছে। গত ২৬ জুলাই ৩৩তম প্যারিস অলিম্পিক গেমস ২০২৪ এর উদ্বোধন করা হয় এবং ১২ আগস্ট এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই গেমসের সমাপ্তি টানা হয়।  পার্সটুডে ফার্সি জানাচ্ছে, ইরানের জাতীয় কুস্তি দল এই অলিম্পিকে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এবারের অলিম্পিক কুস্তিতে ৬৭ কেজি ওজন বিভাগে সাঈদ ইসমাইলি ও ৯৭ কেজি ওজন বিভাগে মোহাম্মাদ হাদি সারাভি স্বর্ণপদক লাভ করেছেন। এছাড়া, ৮৭ কেজি বিভাগে আলী রেজা মোহ্‌মাদি রৌপ্যপদক ও ১৩০ কেজি ওজন বিভাগে আমিন মির্জাজাদে ব্রোঞ্জ পদক লাভ করতে সক্ষম হন।

তায়কোয়ান্দোতে ইরানি ক্রীড়াবিদ অ্যারিয়ান সালিমি স্বর্ণপদক এবং নাহিদ কিয়ানি ও মেহরান বারখোরদারি রৌপ্যপদক ও মুবিনা নেয়ামতজাদে ব্রোঞ্জ পদক লাভ করেন। এর মাধ্যমে এবারের অলিম্পিকে দলগতভাবে তায়কোয়ান্দোতে ইরান রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।