উপনিবেশবাদের বিরোধিতা, স্বাধীনতা, প্রতিরোধ ইরান ও থাইল্যান্ডের অভিন্ন বৈশিষ্ট্য
(last modified Mon, 26 Aug 2024 14:00:52 GMT )
আগস্ট ২৬, ২০২৪ ২০:০০ Asia/Dhaka
  • উপনিবেশবাদের বিরোধিতা,  স্বাধীনতা, প্রতিরোধ ইরান ও থাইল্যান্ডের অভিন্ন বৈশিষ্ট্য
    উপনিবেশবাদের বিরোধিতা, স্বাধীনতা, প্রতিরোধ ইরান ও থাইল্যান্ডের অভিন্ন বৈশিষ্ট্য

পার্সটুডে- থাইল্যান্ডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর, স্বাধীনতা এবং বিদেশী আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধকে ইরান ও থাইল্যান্ডের অন্যতম শক্তি বলে অভিমত ব্যক্ত করেছেন।

থাইল্যান্ডে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর মেহেদি জারেবি আইব নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির ইরান স্টাডিজ সেন্টার এবং ফার্সি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধনকালে একথা বলেছেন। তিনি বলেন, ইরান ও থাইল্যান্ড কখনোই বিদেশী আধিপত্যের অধীনে ছিল না। এই স্বাধীনতা এবং বিদেশী আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ উভয় দেশের জন্য একটি শক্তিশালী ও গৌরবজনক অধ্যায়। পার্সটুডের মতে, এই উদ্বোধন অনুষ্ঠানে ইরানের কালচারাল কাউন্সিলর মেহেদি জারেবি আইব শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। একইসাথে তিনি শেখ আহমেদ কওমি যিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

থাইল্যান্ডে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর এ প্রসঙ্গে আরো বলেছেন,

১৭ শতকে একজন ইরানী বণিক ও কূটনীতিক হিসাবে, শেখ কওমি শুধু যে থাইল্যান্ডে ইসলাম প্রচারে কাজ করেছেন তাই নয় একই সাথে তিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায়ও অবদান রেখেছিলেন। থাইল্যান্ডের রাজদরবারে তার উপস্থিতি এবং সেই সময়কার সমাজে তার সক্রিয় ভূমিকা দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক থাকার ইঙ্গিত বহন করে।

মেহেদি জারেবি আইব বিদেশী আধিপত্যের বিরুদ্ধে ইরান ও থাইল্যান্ডের জনগণের স্বাধীনতা ও প্রতিরোধের কথা উল্লেখ করে আরো বলেন: এই বৈশিষ্ট্যগুলো থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান ও থাইল্যান্ডের জনগণের দৃঢ় অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

থাইল্যান্ডে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর 'মেহেদি জারেবি আইব' এবং নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির প্রধান মিসেস 'পাতামা রব সোয়ানকোল' এর একটি ছবি।

থাইল্যান্ডে ইরানের এ কর্মকর্তা আরো বলেন: ঐতিহাসিক সম্পর্কের পাশাপাশি এই অভিন্ন বৈশিষ্ট্যটি ইরান ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও সহযোগিতা বিকাশের জন্য একটি শক্ত ভিত্তি হতে পারে।

 

ফার্সি ভাষা ইরানি সংস্কৃতি, ইতিহাস এবং শিল্প সম্পর্কে জানার একটি সেতু

'মেহেদি জারেবি আইব' নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির ইরান স্টাডিজ সেন্টার এবং ফার্সি ভাষা শিক্ষা কেন্দ্র খোলার বিষয়েও তার সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন,

থাইল্যান্ডে ফার্সি ভাষা শিক্ষাগ্রহণ দুই দেশের মধ্যে গভীর যোগাযোগ গড়ে তোলা এবং ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় সেতু হিসেবে কাজ করতে পারে এবং ফার্সি ভাষা শেখার মাধ্যমে থাই শিক্ষার্থীরা শুধু ইরানের সমৃদ্ধ ভাষা ও সাহিত্যই নয় একই সাথে ইরানের ইতিহাস, শিল্প ও সংস্কৃতিও জানতে পারবে।

থাইল্যান্ডে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর এই অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে ফার্সি ভাষা, বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধ ভাষাগুলোর মধ্যে একটি এবং এটি ইরানী সভ্যতা ও সংস্কৃতির প্রতীক।

"মাহদি জারেবি আইব" এর মতে, ফার্সি ভাষা শুধুমাত্র ইরানেই নয়, আফগানিস্তান, তাজিকিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশে প্রচলিত রয়েছে এবং ভারতীয় উপমহাদেশেও একসময় শতশত বছর ধরে সরকারী ভাষা হিসাবে ব্যবহৃত হয়েছে।

নর্থ ব্যাংকক ইউনিভার্সিটি ইরানের সাথে সহযোগিতার জন্য উন্মুখ

নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির প্রেসিডেন্টও এই অনুষ্ঠানে বলেছেন, এই বিশ্ববিদ্যালয়টি ইরানের সাথে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়।

নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির সভাপতি মিসেস 'পাতামা রব সোয়ানকোল' এই বিশ্ববিদ্যালয় এবং ইরানের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলির মধ্যে যৌথ সহযোগিতা শুরু করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়ে বলেছেন: এই ধরনের সহযোগিতা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করতে পারে এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নতুন সুযোগ এনে দিতে পারে।

নর্থ ব্যাংকক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়ে থাইল্যান্ড ও ইরানের মধ্যে বই বিনিময়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বই বিনিময় থাই শিক্ষার্থীদের ইরানের সংস্কৃতি ও ইতিহাসের সাথে পরিচিত করার জন্য এবং ইরান সম্পর্কে সঠিক ও বিস্তৃত তথ্য জানতে সাহায্য করতে পারে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ