নতুন আবিষ্কার:
স্কটল্যান্ডে আবিষ্কৃত ভাইকিংদের কিছু গুপ্তধন প্রাচীন ইরানের
পার্সটুডে - দক্ষিণ স্কটল্যান্ডে ভাইকিংদের হারিয়ে যাওয়া ধন-সম্পদ আবিষ্কারের দশ বছর পর বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন যে এই সংগ্রহের কিছু অংশ ইরান থেকে এসেছে।
দক্ষিণ স্কটল্যান্ডের ভাইকিংদের গুপ্ত-সম্পদ যাতে ৫ কিলোগ্রামেরও বেশি রূপা, সোনা এবং অন্যান্য উপকরণ রয়েছে, এটিকে যুক্তরাজ্যের শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসাবে বর্ণনা করা হয়েছে।
এই গুপ্তধনে পাওয়া রৌপ্য ঢাকনার পাত্রটি এখনও প্রাচীন কাপড়ে মোড়ানো রয়েছে এবং পাত্রের পৃষ্ঠটি প্রাথমিকভাবে শুধুমাত্র এক্স-রে স্ক্যানের মাধ্যমে দৃশ্যমান ছিল।
গার্ডিয়ানের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে এই পাত্রটি মূলত ইরান থেকে এসেছিল এবং এটি এক হাজার বছর আগে পৃথিবীর অন্য গোলার্ধে স্থানান্তরিত হয়েছিল।
এই প্রাচীন পাত্রের চারপাশের কাপড় এখন আংশিকভাবে উঠিয়ে ফেলা হয়েছে এবং পাত্রে রাজকীয় মুকুট বা তাজগুলো, অগ্নি-কক্ষ বা অগ্নি-মেহরাব, চিতাবাঘ এবং বাঘ সহ নকশার বিশদ বিবরণ স্পষ্ট করতে লেজার ব্যবহার করে পরিষ্কার করা হয়েছে।
রাজকীয় মুকুট বা তাজগুলো, অগ্নি-কক্ষ বা অগ্নি-মেহরাব, চিতাবাঘ এবং বাঘের ছবি পশ্চিম ইউরোপে অস্বাভাবিক, তবে জরথুষ্ট্রীয় প্রতীকবাদের সাথে সম্পর্কিত (জরথ্রুস্তবাদ ছিল ইরানের সাসানিয় সাম্রাজ্যের ধর্ম)।
৬৩২ খ্রিস্টাব্দ থেকে মুসলমানদের প্রাথমিক যুগের বিজয়ের আগে সাসানিয়রা ছিল ইরানের শেষ সাম্রাজ্যের অধিকারী। #
পার্সটুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।