স্থান মিশরের আলেক্সান্দ্রিয়া শহর
কম্পিউটার বিশ্ব-অলিম্পিয়াডে সোনা ও রুপাসহ চারটি পদক জিতেছে ইরান
কম্পিউটার বিষয়ক ৩৬ তম বিশ্ব-অলিম্পিয়াডে সোনা ও রুপাসহ চারটি পদক অর্জন করেছে ইরানি ছাত্ররা।
বিশ্বের ৯৬টি দেশের ছাত্রদের অংশগ্রহণে মিশরের আলেক্সান্দ্রিয়া শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানের আমির আলী আসগারি সোনা, আমির হুসাইন ফারখান্দেহফার ও আমির রেজা দুরস্তি রুপা এবং পারসা ফারাজপুর ব্রোঞ্জ মেডেল বা পদক অর্জন করেন।
বিশ্বের নানা অলিম্পিয়াড প্রতিযোগিতাগুলোর মধ্যে কম্পিউটার অলিম্পিয়াড অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াডের পর এই অলিম্পিয়াড ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়।
এই প্রতিযোগিতায় অন্য যে কোনো কিছুর চেয়ে সমস্যা সমাধানে ছাত্রদের দক্ষতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। হাইস্কুল পর্যায়ের ছাত্রদের মধ্যে কম্পিউটার বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দেয়া এই অলিম্পিয়াডের লক্ষ্য। #
পার্সটুডে/এমএএইচ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।