ইরানের শিরাজ প্রদেশে পশ্চিম এশিয়ার বৃহত্তম স্মার্ট হাসপাতাল নির্মাণ পরিকল্পনা
পার্সটুডে-ইরানের ফার্স প্রদেশের রাজধানী শিরাজে নির্মাণ করা হবে পশ্চিম এশিয়ার বৃহত্তম স্মার্ট হাসপাতাল। ইরান সরকারের অনুমোদন এবং অর্থনৈতিক পরিষদের অনুমোদনক্রমে মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) নামের ওই হাসপাতাল নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ।
ফার্স প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়েহ শনিবার তেহরান সফরের অবকাশে একথা জানান। তিনি বলেন: ১৪০০ শয্যাবিশিষ্ট এই স্মার্ট হাসপাতাল নির্মাণের জন্য অর্থায়ন অনুমোদন করাতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন। অর্থনৈতিক পরিষদে অনুমোদন পেলে এ শহরে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় স্মার্ট হাসপাতাল নির্মাণ করা হবে। পার্সটুডে আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে, ইরানিদের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ইরান হযরত মাহদি (আ.) হাসপাতালসহ বেশ কয়েকটি সুপার-স্মার্ট হাসপাতাল তৈরি করেছে।
বর্তমানে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, আর্মেনিয়া, তাজিকিস্তান এবং ওমান ও বাহরাইনসহ পারস্য উপসাগরের দক্ষিণ সীমান্তের দেশগুলোর নাগরিকরা স্বাস্থ্য পর্যটনের জন্য ইরানকে অগ্রাধিকার দিচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে ইরানের অগ্রগতির কারণে তারা ইরানকে এ অঞ্চলের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।