কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: হিজবুল্লাহ মহাসচিবের উদ্দেশে আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: দখলদারিত্ব ও আগ্রাসন থেকে ফিলিস্তিনি জনগণ ও কুদস শরিফ মুক্ত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ অতীতের তুলনায় আরো দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের উদ্দেশে দেওয়া এক বার্তায় ওই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহকে সম্বোধন করে একটি বার্তা দিয়েছেন জনাব আরাকচি। ওই বার্তায় তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের অকুতোভয় কমান্ডার ইব্রাহিম আকিলের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও সমবেদনা জানিয়েছেন।
পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় আরও বলা হয়েছে: নোংরা ও রক্তপিপাসু ইহুদিবাদী ইসরাইল তার সাম্প্রতিক জঘন্য ও ভয়ানক সন্ত্রাসী পদ্ধতি অবলম্বন করে যে অপরাধযজ্ঞ চালিয়েছে, তাতে আবারও প্রমাণিত হয়েছে-এই সন্ত্রাসীরা আন্তর্জাতিক কোনো নীতিমালা মেনে চলে না। এমনকি এ অঞ্চলসহ সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার মূল্যে হলেও তারা তাদের অবৈধ ও আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়েই যাবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের কথা উল্লেখ করে আরাকচি আরও বলেন: এই সফরে আমি আগ্রাসী ও অপরাধী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের বীর জনগণের কণ্ঠস্বর হবো।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।