ইরানের চার দশকের আতিথেয়তার জন্য আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i143986-ইরানের_চার_দশকের_আতিথেয়তার_জন্য_আফগানিস্তানের_ভারপ্রাপ্ত_পররাষ্ট্রমন্ত্রীর_কৃতজ্ঞতা_প্রকাশ
পার্সটুডে- আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী লাখ লাখ আফগান অভিবাসীর প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের চার দশকের আতিথেয়তার প্রশংসা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২৪ ১২:৪৮ Asia/Dhaka
  • ইরানের চার দশকের আতিথেয়তার জন্য আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর প্রশংসা
    ইরানের চার দশকের আতিথেয়তার জন্য আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর প্রশংসা

পার্সটুডে- আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী লাখ লাখ আফগান অভিবাসীর প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের চার দশকের আতিথেয়তার প্রশংসা করেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী "আমির খান মোত্তাকি" কাবুলে ইরানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা "আসকার জালালিয়ান" এর সাথে বৈঠকে ইরানের চার দশকের আতিথেয়তার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আফগান অভিবাসীদের ব্যাপারে ইরানের এই ভালো আচরণ ও ধৈর্য অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

এই বৈঠকে আসকার জালালিয়ানও বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর লক্ষ্য রাখছে এবং এ দেশে নিরাপত্তা সুরক্ষাকে স্বাগত জানায়।

ইরানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা "আসকার জালালিয়ান" আরো বলেছেন, ইরান আফগানিস্তানের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। একইসাথে অদূর ভবিষ্যতে দুদেশের চুক্তির ভিত্তিতে ইরান থেকে আফগান বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে এবং এ ব্যাপারে আফগান সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখবে।

ইরান চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আফগান অভিবাসীদের আশ্রয় দিয়ে এসেছে এবং এখন তাদের মধ্যে অন্তত ৫০ লাখ ইরানে বসবাস করছে। আফগান অভিবাসীরা ইরানি নাগরিকদের মতো বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে আসছে।

আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী এবং তালেবান সরকার প্রতিষ্ঠার কারণে বহু আফগান নাগরিক ইরানে এসে আশ্রয় নেয়। পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞা এবং তীব্র অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরান আফগানদের আশ্রয় দানে কার্পন্য করেনি।  

ইরান ও আফগানিস্তানের জনগণের মধ্যকার সুসম্পর্ক, আফগান নাগরিকদের ইরানে আসা যাওয়া এবং চার দশকেরও বেশি সময় ধরে ইরানে আফগান অভিবাসীদের উপস্থিতির কারণে আফগানরা ইরানকে তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচনা করে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।