আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন ইরানের মহিলা খেলোয়াড়
(last modified Sun, 24 Nov 2024 13:53:04 GMT )
নভেম্বর ২৪, ২০২৪ ১৯:৫৩ Asia/Dhaka
  • ইরানের নারী স্কোয়াশ তারকা ভারতীয় আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন
    ইরানের নারী স্কোয়াশ তারকা ভারতীয় আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন

ইরানের নারী স্কোয়াশ তারকা ভারতীয় আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন।

ভারতের তিন হাজার ডলারের আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় ইরানের স্কোয়াশ খেলোয়াড় ফেরেশতে একতাদারি তৃতীয় হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের মহিলা স্কোয়াশ তারকা ফেরেশতে একতেদারি ঐ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ভারতের আনিকা দুবের বিরুদ্ধে জয় পান। দ্বিতীয় রাউন্ডে তিনি ভারতের জ্যানেট উইদিহিকে টানা ৩ সেটে পরাজিত করেন এবং তৃতীয় রাউন্ডে মাল্টার ব্রিটিশ বংশোদ্ভূত খেলোয়াড় কাল্ট সুলতানাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে সেরা চার জনের তালিকায় স্থান করে নেন।

সেমিফাইনালে ফেরেশতে একতাদারি ভারতের আনাহাতা সিংয়ের কাছে ৩-১ ব্যবধানে হেরে যান। এর ফলে তাকে ব্রৌঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।