শহীদ হিজবুল্লাহ নেতার দাফন অনুষ্ঠানে ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে
https://parstoday.ir/bn/news/iran-i147134-শহীদ_হিজবুল্লাহ_নেতার_দাফন_অনুষ্ঠানে_ইরান_উচ্চ_পর্যায়ের_প্রতিনিধিদল_পাঠাবে
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাযা ও দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ০৯:০৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাযা ও দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তেহরান।

শহীদ নাসরুল্লাহর পাশাপাশি হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠান আগামী ২৩ ফেব্রুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের ৭৯টি দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। পার্সটুডে জানাচ্ছে, গতকাল (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ির কাছে জানতে চান, ইরান বৈরুতের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কিনা। জবাবে বাকায়ি বলেন: এটি একটি অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কাজেই আমরা সেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছি।

বিশ্ব মানবতার শত্রু  ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় এক বছর ধরে গণহত্যা ও যুদ্ধাপরাধ চালানোর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গাজার পাশাপাশি লেবাননেও আগ্রাসন শুরু করে। ২৭ সেপ্টেম্বর রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলের এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতবরণ করেন। এরপর ৩ অক্টোবর বৈরুতে আরেক ইসরাইলি বিমান হামলায় সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনও শাহাদাতের অমীয় সুধা পান করেন।

তৃতীয় পক্ষগুলোর শত্রুতার বিরুদ্ধে ইরান ও লেবাননের প্রতিরোধ

এদিকে, ইরানের যাত্রীবাহী বিমানের বৈরুত বিমানবন্দরে অবতরণ সংক্রান্ত জটিলতা নিয়ে সম্প্রতি ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা যে ফোনালাপ করেছেন সে সম্পর্কেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসমাইল বাকায়ি। তিনি বলেন: আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছি এবং সাইয়্যেদ আব্বাস আরাকচি ও তার লেবাননি সমকক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। ফোনালাপে এই সমঝোতা হয়েছে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাস ও পারস্পরিক স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ইরান ও লেবানন যেকোনো ক্ষেত্রে সেরা সিদ্ধান্তটি গ্রহণ করবে এবং তৃতীয় যে পক্ষগুলো এই দু’দেশসহ পশ্চিম এশিয়া অঞ্চলের কল্যাণ চায় না তাদেরকে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেয়া হবে না।

সিরিয়ায় প্রতিপক্ষের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিরিয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন: সিরিয়ার ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তীয় ও স্থিতিশীল। সিরিয়ার ভাগ্য দেশটির জনগণই নির্ধারণ করবে এবং ভাগ্য নির্ধারণের এই প্রক্রিয়ায় কোনো বিদেশি শক্তি ধ্বংসাত্মক হস্তক্ষেপ করতে পারবে না। আমরা সিরিয়া পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছি এবং একইসঙ্গে কোনো তাড়াহুড়ো করছি না। প্রতিপক্ষগুলো কী পদক্ষেপ নেয় তার ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব।

ইসরাইল কোনো ক্ষতি করতে পারবে না

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়ে যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কেও আলোকপাত করেন ইসমাইল বাকায়ি। নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছিলেন তিনি ‘আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের বারোটা বাজিয়ে দেবেন।’ এ সম্পর্কে ইরানের এই মুখপাত্র বলেন: বিশ্বব্যবস্থা যদি স্বাভাবিকভাবে চলত তাহলে এ ধরনের হুমকিকে জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে ধরা হতো এবং আন্তর্জাতিক আদালতে হুমকি প্রদানকারী ব্যক্তির বিচার হতো। কিন্তু তেল আবিবের প্রতি বিশ্ব মোড়ল আমেরিকার পৃষ্ঠপোষকতার কারণে সেটি যখন সম্ভব হচ্ছে না তখন নেতানিয়াহুর বাগাড়ম্বরের জবাবে ইরানের বক্তব্য স্পষ্ট: ইহুদিবাদী ইসরাইল ইরানের কোনো ক্ষতি করতে পারবে না।

মার্কিন কর্মকর্তাদের কথা ও কাজে মিল নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি তেহরানের সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনের যে প্রস্তুতি ঘোষণা করেছেন সে সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: মানুষের কথা ও কাজে মিল থাকতে হয়; আপনি একদিকে যখন ধ্বংস করে ফেলার হুমকি দিচ্ছেন তখন আলোচনায় বসার দাবি করতে পারেন না। কর্মের সঙ্গে এই কথার কোনো মিল নেই এবং এতে চরম স্ববিরোধিতার বহিঃপ্রকাশ ঘটেছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।