আফ্রিকার উন্নয়নে সহায়তা করতে চায় তেহরান; আফ্রিকাও এই সহযোগিতাকে স্বাগত জানায়
-
• তেহরানে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সাথে আফ্রিকান দেশগুলোর মিশন প্রধানদের বৈঠক।
পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আগামী ফার্সী বছরের (১৪০৪ সাল) প্রথম দিকে তৃতীয় ইরান-আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো ২০২৫ প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তেহরানে আফ্রিকান দেশগুলির মিশন প্রধানদের সাথে এক বৈঠকে বলেছেন: "আফ্রিকা মহাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ইরানের পররাষ্ট্র নীতির অন্যতম অগ্রাধিকারযোগ্য বিষয়।" পার্সটুডে জানিয়েছে, আরেফ আরও বলেছেন: আগামী বছরের শুরুতে তৃতীয় ইরান-আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন এবং এক্সপো ২০২৫ প্রদর্শনী আয়োজন ইরানের ১৪তম সরকারের এজেন্ডায় রয়েছে।
আরেফ জোর দিয়ে বলেন: "আফ্রিকা মহাদেশের সাথে ইরানের সহযোগিতার বিস্তৃতি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে। আমাদের যে সক্ষমতা ও সুযোগ সুবিধা রয়েছে সেসবকে একত্রিত করে এবং সমন্বয় করে আমরা সম্পর্ক উন্নয়নে এবং আমাদের জনগণের সেবায় আরও ভালভাবে কাজে লাগাতে পারি।"
ইরান চায় আফ্রিকার সাথে সম্পর্ক জোরদার করতে: বাকাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র "ইসমাইল বাকাই" এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় লিখেছেন: "আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক সদস্য হিসেবে ইরান ২০২৫ সালের ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানায় এবং ইউনিয়নের নতুন চেয়ারম্যান (অ্যাঙ্গোলা থেকে), ইউনিয়ন কমিশনের নতুন চেয়ারম্যান (জিবুতি থেকে) এবং তার ডেপুটি (আলজেরিয়া থেকে) এর সাফল্য কামনা করে।" বাকাই আরও বলেন: "তেহরানে বসবাসকারী আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠক বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের জন্য ইরানের দৃঢ় সংকল্পের বিষয়টি তুলে ধরে।"
ইরান-সুদান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে
ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি তেহরানে সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ আহমেদ আল-শরীফের সাথে দেখা করেছেন। মে মাসের প্রথম সপ্তাহে দুই দেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন: "ইরান সুদানের গবেষকদের উদ্ভিদ ও পশুপালনের ক্ষেত্রে তার একশ বছরের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা সরবরাহ করতে প্রস্তুত।"
ইরানের সাথে পারমাণবিক সহযোগিতাকে স্বাগত জানালো দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী, গ্বীদে মানতাশে, যিনি দেশে পারমাণবিক শক্তির উন্নয়নের একজন শীর্ষস্থানীয় সমর্থক, বলেছেন যে তার দেশের পারমাণবিক শক্তি প্রযুক্তি বিকাশের জন্য ইরান এবং রাশিয়ার মতো দেশগুলির সাহায্য প্রয়োজন। উল্লেখ্য যে, ইরান, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা ব্রিকসের সদস্য।
ইরান ও নাইজারের মধ্যে মিডিয়া সহযোগিতা সম্প্রসারণ
তেহরানে নিযুক্ত নাইজারের রাষ্ট্রদূত সেদু জেতাউ আলী ইরানি সম্প্রচার সংস্থার পররাষ্ট্র বিভাগের উপ-পরিচালক আহমেদ নরোজির সাথে দেখা করেছেন এবং দুই দেশের মধ্যে মিডিয়া সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে, আহমেদ নরোউজি আশা প্রকাশ করেন যে এই আলোচনাগুলি মিডিয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং নাইজারের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিকাশে সহায়তা করবে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।