ইরানি কর্মকর্তাদের সঙ্গে ল্যাভরভের বৈঠক; গুরুত্ব হারিয়েছে ৩ ইউরোপীয় দেশ
(last modified Wed, 26 Feb 2025 14:18:36 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ২০:১৮ Asia/Dhaka
  • পেজেশকিয়ানের সঙ্গে ল্যাভরভের বৈঠক
    পেজেশকিয়ানের সঙ্গে ল্যাভরভের বৈঠক

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান তেহরান ও মস্কোর মধ্যে গঠনমূলক আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আঞ্চলিক ইস্যুগুলোর ব্যাপারে দুই দেশের দৃষ্টিভঙ্গি কাছাকাছি।

মঙ্গলবার সন্ধ্যায় তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, দুই দেশ পারস্পরিক যোগাযোগ এবং সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশিয়ান ইউনিয়ন ও ব্রিকসের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করে যাচ্ছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বৈঠকে পেজেশকিয়ান দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতি ইঙ্গিত করে চুক্তিগুলো বিশেষকরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

 

ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমাদের মধ্যে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, "আমরা দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমাদের মধ্যে সহযোগিতা গতিময় রয়েছে। জ্বালানি, রেলপথ, কৃষি, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। আঞ্চলিক ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।'

 

ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "নিষেধাজ্ঞার কারণে চাপ সত্ত্বেও গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।"

তিনি আরও বলেন, "আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইরান জাতিসংঘের সনদের ভিত্তিতে এবং সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতির ভিত্তিতে বৈশ্বিক সমস্যা সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ।"

 

ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা অবৈধ: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তেহরানে বলেছেন, "জেসিপিওএ-কে ফাঁকি দিয়ে আরোপিত সমস্ত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ এবং বেআইনি।"

 

*১৭ জানুয়ারি মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরের সময় দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় কৌশলগত চুক্তি স্বাক্ষর করেন।

এ বিষয়ে রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ দারিয়ুশ সাফারিনেজাদ ইরানের ছয় নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর সম্পর্কে বলেছেন, "রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সফর অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের গুরুত্ব ফুটে উঠেছে।"

তার মতে- ইরান, রাশিয়া এবং চীন বিশ্বের নতুন শক্তি হিসেবে সামনে এসেছে এবং এখন এই তিনটি দেশ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি। ভবিষ্যতে এই তিন দেশকে কেন্দ্র করেই রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদি আবর্তিত হবে।

রুশ পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষজ্ঞ রুহুল্লাহ মোদাব্বের বলেছেন, "ল্যাভরভের ইরান সফর স্পষ্টভাবে এই ইঙ্গিত দেয় যে, তেহরানের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্বকে মস্কো অত্যন্ত গুরুত্ব দেয়।" এই বিশেষজ্ঞের মতে, ইউরোপের তিন দেশ (ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন) আন্তর্জাতিক সমীকরণে এখন আর কোনো ভূমিকাই রাখছে না এবং তাদের পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকা এই তিন দেশকে ইউক্রেন সংক্রান্ত শান্তি আলোচনা থেকে বাদ দিয়েছে। এ অবস্থায় রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তা রয়েছে।#  

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।