ইয়েরেভানে 'লরিস চেকনাভারিয়ান' মঞ্চায়িত; রোস্তম ও সোহরাব অপেরা পরিবেশনা
(last modified Wed, 02 Apr 2025 14:35:34 GMT )
এপ্রিল ০২, ২০২৫ ২০:৩৫ Asia/Dhaka
  • ইয়েরেভানে \\\'রোস্তম ও সোহরাব\\\' অপেরার পরিবেশনা
    ইয়েরেভানে \\\'রোস্তম ও সোহরাব\\\' অপেরার পরিবেশনা

পার্সটুডে-ইরানি শিল্প ও সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব 'লরিস চেকনাভারিয়ান' এর একটি মূল্যবান সৃষ্টি 'রোস্তম এবং সোহরাব' অপেরাটি ইয়েরেভানে মঞ্চায়িত হয়েছে।

আর্মেনিয়ান বংশোদ্ভূত ইরানি শিল্প ও সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব 'লরিস চেকনাভারিয়ান' এর মূল্যবান সৃষ্টি (প্রখ্যাত ইরানি কবি হাকিম ফেরদৌসির শাহনামার গল্প অবলম্বনে) 'রোস্তম ও সোহরাব' বুধবার ইয়েরেভান অপেরা হাউসে অনুষ্ঠিত হয়। আর্মেনিয়ার সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রী, ইয়েরেভানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত, কয়েকজন আবাসিক কূটনীতিক এবং আর্মেনিয়ার বুদ্ধিজীবী এবং সংস্কৃতি ও শিল্প ব্যক্তিত্বদের উপস্থিতিতে ওই অপেরাটি অনুষ্ঠিত হয়।

অন্যান্য দেশের সাথে ইরানের সাংস্কৃতিক সেতু, চেকনাভারিয়ান

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, আর্মেনিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মেহেদী সোবহানি তার বক্তৃতায় বলেন: ইয়েরেভানে 'রোস্তম ও সোহরাব' অপেরা অনুষ্ঠিত হওয়া ইরান ও আর্মেনিয়ার মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে আজীবন প্রশংসনীয় সেবার জন্য অধ্যাপক লরিস চেকনাভারিয়ানকে ধন্যবাদ জানানো হয়।

আর্মেনিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত চেকনাভারিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

চেগুয়ারিয়ানদের আরও ভালোভাবে জানুন।

লরিস চেকনাভারিয়ান, ১৯৩৭ সালের ১৩ অক্টোবর লোরেস্তান প্রদেশের (পশ্চিম ইরান) বোরুজার্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুরকার এবং পরিচালক। তার কর্মজীবনে অনন্য সৃষ্টিশীল কাজ করে ইরানের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ব্যক্তিত্বদের অন্যতম হয়েছেন।

চেগনাভারিয়ান, আর্মেনিয়ান বংশোদ্ভূত ইরানি শিল্পী

একজন অর্কেস্ট্রা সম্রাটহিসেবে, চেকনাভারিয়ান অস্ট্রিয়া, গ্রেট ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফিনল্যান্ড, আর্মেনিয়া এবং থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন স্থানে, বিভিন্ন অর্কেস্ট্রা পরিচালনা করতে সক্ষম হয়েছেন।

একজন সুরকার হিসেবে, চেকনাভারিয়ান ৬টি অপেরা, ৫টি সিম্ফনি রচনা করেছেন, কোরাস সঙ্গীত, চেম্বার সঙ্গীত, ব্যালে, পিয়ানো এবং গানের ক্ষেত্রে কাজ করেছেন। পাশাপাশি পিয়ানো, বেহালা, গিটারসহ আরও অনেক সঙ্গীতের কনসার্টও করেছেন। তিনি আরসিএ, ফিলিপস, এমি এবং ইএসভির মতো লেবেলগুলোর সাথে ১০০ টিরও বেশি কাজ করেছেন।

চেকনাভারিয়ান, একজন ইরানি শিল্পী আন্তর্জাতিক মঞ্চে

চেকনাভারিয়ানের রচনাগুলো লন্ডন সিম্ফনি অর্কেস্ট্রা, লন্ডন ফিলহারমনিক অর্কেস্ট্রা, হল অর্কেস্ট্রা, হেলসিঙ্কি ফিলহারমনিক অর্কেস্ট্রা, হেলসিঙ্কি সিম্ফনি অর্কেস্ট্রা, তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা এবং নিউইয়র্ক সিম্ফনি অর্কেস্ট্রার মতো বিভিন্ন অর্কেস্ট্রার মাধ্যমে পরিবেশিত হয়েছে।

ভিয়েনায় চেকনাভারিয়ানদের দাতব্য পরিবেশনা (১৯৯১-১৯৯৩)

চেকনাভারিয়ান ১৯৮৯ থেকে ২০০০ সালের মধ্যে আর্মেনিয়ান ফিলহারমনিক অর্কেস্ট্রা পরিচালনা করেছিলেন। তিনি অর্কেস্ট্রার সাথে দাতব্য পরিবেশনার জন্য তিন বছর (১৯৯১-১৯৯৩) ভিয়েনায়ও ছিলেন।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।