'শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত'
(last modified Fri, 18 Apr 2025 12:25:49 GMT )
এপ্রিল ১৮, ২০২৫ ১৮:২৫ Asia/Dhaka
  • সশস্ত্র বাহিনী দিবস উদযান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইরানি প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ান
    সশস্ত্র বাহিনী দিবস উদযান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইরানি প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ান

পার্সটুডে-ইসলামী ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের শক্তিশালী ও যুদ্ধ-মোকাবেলায় সদা-প্রস্তুত সশস্ত্র বাহিনী থাকায় দেশটি এ অঞ্চলে সম্পর্ক, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারছে।  

পার্সটুডের রিপোর্টে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ (ফার্সি ২৯ ফারভারদিন, ১৮ এপ্রিল) তার দেশের সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন, সমাজের নিরাপত্তা ও শান্তি শক্তিশালী ও যুদ্ধ-মোকাবেলায় সদা-প্রস্তুত সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে সম্ভব হয়। আর এ ধরনের বাহিনীর কারণেই ইসলামী ইরান ঘরোয়া ক্ষেত্রে স্থিতিশীলতা ও আঞ্চলিক-আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের অধিকারী।

পেজেশকিয়ান ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে আরও বলেছেন: এই অঞ্চলে এই প্রিয় সেনাদের উপস্থিতি বা ভূমিকার কারণেই ইসলামী ইরান আঞ্চলিক অবিসম্বাদিত শক্তি হিসেবে পরিচিত এবং একই কারণে দেশটি সংলাপে, লেনদেনে ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শক্তি নিজের অবস্থান বা নীতিমালাকে বীরত্ব ও পরাক্রমের সঙ্গে প্রয়োগ করতে পারে।

ইরানের প্রেসিডেন্ট তাঁর দেশের বর্তমান সামরিক অগ্রগতিগুলোকে ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনীগুলোর সাধনা ও স্ব-নির্ভরতার ফসল বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে ইসলামী ইরান স্থল, আকাশ ও পনি পথে এবং ড্রোন ও আধুনিক সমরাস্ত্র খাতে এমন শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা তা কখনও কল্পনাও করত না।

তিনি সশস্ত্র বাহিনীকে ইরানের ইসলামী সরকারের ও জাতির শক্তিশালী দূর্গ এবং পরিপূর্ণ সম্মানের কারণ ও সর্বোচ্চ অভিভাবকের অলঙ্কার ও একইসঙ্গে ইরানি জাতি ও সরকারের সঙ্গী ও সাহায্যকারী বলে উল্লেখ করেছেন।    #

পার্সটুডে/এমএএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।