অধ্যাপক শহীদ মোতাহারি: লাখ লাখ মালয় ভাষীর হৃদয়ে জাগরুক এক ইরানি চিন্তাবিদ
-
শহীদ মোর্তজা মোতাহারি
পার্স টুডে – ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় লাখ লাখ মানুষের মধ্যে ইরানের চিন্তাবিদ শহীদ মোর্তজা মোতাহারির রচনাবলির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার একজন অনুবাদক।
শহীদ মোর্তজা মোতাহারি ছিলেন একজন খ্যাতনামা ইসলামি দার্শনিক, গবেষক, প্রখ্যাত লেখক, সুবক্তা এবং কুরআনের বিশ্লেষক। ইসলামি দর্শন, কালাম শাস্ত্র এবং কুরআনের তাফসির বিষয়ে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ইরানে তাঁর শাহাদাতের দিনটি "শিক্ষক দিবস" হিসেবে পালিত হয়।
মালয়েশিয়ার অনুবাদক সাইয়্যেদ শেখ বিন সৈয়দ মোস্তফা জানান, দর্শন, সমাজবিজ্ঞান, ইসলামি আইন ও ইতিহাস বিষয়ে মোতাহারির ৭০টিরও বেশি বই মালয় ভাষায় অনূদিত হয়েছে। তাঁর মতে, মালয় ভাষাভাষী অঞ্চলে মোতাহারির বইগুলোর চাহিদা এতটাই বেশি যে, বারবার পুনর্মুদ্রণের পরও তা পাওয়া দুষ্কর।
সাইয়েদ শেখ আরও বলেন, "অধ্যাপক মোতাহারি ইসলামী বিশ্বের কয়েকজন বিশিষ্ট পণ্ডিতের মধ্যে একজন, যিনি বহু বছর ধরে তাঁর বক্তৃতা ও লেখার মাধ্যমে বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে ইসলামকে একটি স্বাধীন এবং মূল্যবান চিন্তাধারা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।"
মালয়েশিয়ার প্রকাশক আবদুল্লাহ হোসেইনি জানান, মালয়েশিয়ার প্রকাশক আবদুল্লাহ হোসেইনিও মালয় ভাষাভাষীদের জন্য শহীদ মোতাহারির ১৮টিরও বেশি রচনা প্রকাশের ঘোষণা দিয়েছেন। হোসেইনি দশ বছর ধরে অধ্যাপক মোতাহারির মূল্যবান রচনার সাথে পরিচিত বলে উল্লেখ করে বলেন: "তাঁর মূল্যবান বই, বিশেষ করে ইসলামী দর্শনের ক্ষেত্রে, পাশ্চাত্য দর্শনের প্রতি ঝোঁকসম্পন্ন তরুণদের আকৃষ্ট করেছিল।"
তিনি আরও বলেন: "শহীদ মোতাহারি ইসলামী উম্মাহর ঐক্য ও সংহতির মাধ্যমে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মৌলিক নীতিমালা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশেষভাবে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দৃঢ় সমর্থনকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও নিপীড়িতদের রক্ষার সংগ্রামের ভিত্তি হিসেবে গড়ে তুলেছিলেন।"
মালয়েশিয়ার ইসলামিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদও বলেন, "মোতাহারির লেখা ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীনতার নতুন প্রেরণা জুগিয়েছে। তিনি বিশ্বাস করতেন যে, মুসলিম বিশ্বের ঐক্যই পারে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে।"
তিনি উল্লেখ করেন: "শহীদ মোতাহারি ফিলিস্তিন এবং মুসলমানদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তৎকালীন অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামী দেশগুলোর ঐক্যের ওপর জোর দিতেন।"
শহীদ মোতাহারির চিন্তাধারা আজও সমগ্র মুসলিম বিশ্বে প্রাসঙ্গিক। তাঁর রচনাবলি কেবল ইরানেই নয়, সমগ্র মালয় বিশ্বেও জ্ঞানপিপাসু মানুষের হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। ধর্মীয় সহিষ্ণুতা, ন্যায়বিচার ও বুদ্ধিবৃত্তিক সংগ্রামের জন্য তাঁর অবদান তাঁকে করে তুলেছে আধুনিক যুগের একজন প্রকৃত পথপ্রদর্শক।
ইরানের বিশিষ্ট এই দার্শনিক ও বিপ্লবী নেতা ১৯৭৯ সালের ১ মে তেহরানে এক নির্মম হামলায় শাহাদতবরণ করেন। মোতাহারি ছিলেন ইমাম খোমেনী (রহ.)-এর ঘনিষ্ঠ সহচর। তাঁর প্রজ্ঞাপূর্ণ লেখনী ও বক্তৃতা বিপ্লবের আদর্শিক ভিত্তি রচনা করেছিল, যা কিছু চরমপন্থী গোষ্ঠীর বিরাগভাজন হয়।#
পার্সটুডে/এমএআর/১