ব্রিটেনে ফার্সি সাহিত্যের প্রসার: মেলভিল পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
-
মুসাভি (বামে)
পার্সটুডে- ব্রিটেনে ফার্সি ভাষা ও সাহিত্য বিস্তারে অবদানের জন্য সেদেশের বিশিষ্ট অধ্যাপক চার্লস মেলভিল ও তার স্ত্রী ড. ফিরোজা মেলভিলের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
মহাকবি এবং শাহনামার স্রষ্টা মনীষী আবুল কাসেম ফেরদৌসির স্মরণ দিবস উপলক্ষে ব্রিটেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী মুসাভি এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানান।
পার্সটুডে'র তথ্য বলছে, ইরানের রাষ্ট্রদূত তাদের সঙ্গে দেখা করে অধ্যাপক মাহমুদ ফার্শচিয়ানের শৈল্পিক কাজের একটি মূল্যবান বই উপহার দেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইরানের ইতিহাসের অধ্যাপক চার্লস মেলভিলকে পশ্চিমা বিশ্বে ইরানতত্ত্ব এবং শাহনামা অধ্যয়নের ক্ষেত্রে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি ফেরদৌসির শাহনামা নিয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বই লিখেছেন।
তার স্ত্রী ড. ফিরোজা মেলভিলও ফার্সি ভাষা ও সংস্কৃতি বিষয়ক গবেষক। তিনিও ফার্সি ভাষা ও সাহিত্যের অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।