ইরানের গ্রিকো-রোমান কুস্তি দল বিশ্ব চ্যাম্পিয়ন: বেলজিয়ামের বিরুদ্ধে ভলিবলে ইরানের জয়
-
ইরানের গ্রিকো-রোমান কুস্তি দল বিশ্ব চ্যাম্পিয়ন
পার্সটুডে- ইরানের জাতীয় জুনিয়র গ্রিকো-রোমান কুস্তি দল অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করেছে।
পার্সটুডে জানিয়েছে, বুধবার গ্রিসের অ্যাথেন্সে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় জুনিয়র গ্রিকো-রোমান কুস্তি দল তাদের চ্যাম্পিয়নশিপ শিরোপা রক্ষা করেছে। একজন কুস্তিগীর কম নিয়েও- ১টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে।
৯ সদস্যের দলটি ৯২ কিলোগ্রাম ওজন শ্রেণিতে ইরানি দলের জন্য স্বর্ণপদক, ১১০ কিলোগ্রাম ওজন শ্রেণিতে ইয়াজদান দেলরোজ রৌপ্যপদক, ৪৮ কিলোগ্রাম ওজন শ্রেণীতে আমির মোহাম্মদ হাজিভান্দ ব্রোঞ্জ পদক, ৫৫ কিলোগ্রাম ওজন শ্রেণিতে আমির রেজা তাহমাসবপুর ব্রোঞ্জ পদক, ৬০ কিলোগ্রাম ওজন শ্রেণিতে আবুলফজল জারি ব্রোঞ্জপদক এবং ৭১ কিলোগ্রাম ওজন শ্রেণীতে মোহাম্মদ কাজেমি ব্রোঞ্জপদক জিতেছে।
দলীয় র্যাঙ্কিংয়ে, ইরান ১২৫ পয়েন্ট নিয়ে চা্ম্পিয়ন হয়েছে। উজবেকিস্তান ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং কাজাখস্তান ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ইরানের জাতীয় ভলিবল দল বেলজিয়ামের বিরুদ্ধে জয়লাভ করেছে
অপর এক খবরে বলা হয়েছে , ইরানের জাতীয় যুব ভলিবল দল বুধবার বেলজিয়ামের বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করে বিশ্ব অনূর্ধ্ব-১৯ বালক ভলিবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।
ম্যাচের প্রথম সেটে ইরান ২৫-১৯ ব্যবধানে জয়লাভ করেছে। দ্বিতীয় সেটটি বেলজিয়ামের পক্ষে শেষ হয় ২৫-১৭ স্কোর নিয়ে। তবে, ইরান পরের দুটি সেট যথাক্রমে ২৫-১৯ এবং ২৫-২০ স্কোর করে জিতে নেয়।#
পার্সটুডে/জিএআর/৩১