কোল্ড প্লাজমা প্রযুক্তির দেশগুলোর তালিকায় ইরান; ইসফাহানে বৃহত্তম ক্ষত ক্লিনিক উদ্বোধন
https://parstoday.ir/bn/news/iran-i150936
পার্সটুডে-ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ইরানে কোল্ড প্লাজমা প্রযুক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষতের জন্য কার্যকর চিকিৎসা হিসেবে আখ্যা দিয়েছেন।
(last modified 2025-08-07T11:15:34+00:00 )
আগস্ট ০৫, ২০২৫ ১৬:০৮ Asia/Dhaka
  • কোল্ড প্লাজমা প্রযুক্তির দেশগুলোর তালিকায় ইরান; ইসফাহানে বৃহত্তম ক্ষত ক্লিনিক উদ্বোধন

পার্সটুডে-ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ইরানে কোল্ড প্লাজমা প্রযুক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষতের জন্য কার্যকর চিকিৎসা হিসেবে আখ্যা দিয়েছেন।

উন্নত কোল্ড প্লাজমা প্রযুক্তি স্থানীয়করণের মাধ্যমে ইরান দীর্ঘস্থায়ী ক্ষতের চিকিৎসায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। কোল্ড প্লাজমা একটি নতুন চিকিৎসা পদ্ধতি যা ডায়াবেটিস, সংক্রামণসহ সকল ধরণের ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে আয়নিত গ্যাস ব্যবহার করা হয় এবং তাপ উৎপন্ন হয় না যা ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে। কোল্ড প্লাজমার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যসহ ব্যাকটেরিয়া ও রোগজীবাণু ধ্বংস করে এবং টিস্যু মেরামত প্রক্রিয়াগুলোকে উদ্দীপিত করে নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সোমবার ইসফাহানের ফারাবি মেডিকেল সেন্টারে কোল্ড প্লাজমা ডিভাইস হস্তান্তরের এক ফাঁকে বলেন,  দেশের পারমাণবিক বিজ্ঞানীদের প্রচেষ্টার মাধ্যমে স্থানীয়করণ এবং অর্জন করা কোল্ড প্লাজমা প্রযুক্তি দীর্ঘস্থায়ী ক্ষতের জন্য কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচিত হয়।

তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ৯টি ইরানি হাসপাতালে পাওয়া যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে চারটি হাসপাতালে ব্যবহার করা হয়েছে। ইসলামির মতে, এই প্রযুক্তিতে সজ্জিত পাঁচটি হাসপাতালের ক্ষত ক্লিনিকগুলো শিগগিরি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে। ইসলামি আরো বলেন,  কোল্ড প্লাজমা প্রযুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী ক্ষত রোগীদের জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

এই প্রযুক্তি সীমিত সংখ্যক দেশে পাওয়া যায় এবং ইরানি বিজ্ঞানীরা মহান গবেষণা এবং প্রচেষ্টার মাধ্যমে এই জ্ঞান স্থানীয়করণ করেছেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন,  এই প্রযুক্তি আমদানি করা হয় না যাতে কেউ এই জ্ঞান ধ্বংস করতে না পারে।

ইসলামি বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সহায়তায় আগামী দুই মাসের মধ্যে ইসফাহানে ইরানের বৃহত্তম ক্ষত ক্লিনিক উদ্বোধন হবে এবং এর পরিষেবা রোগীদের জন্য উন্মুক্ত করা হবে।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।