বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতল ইরান
-
আমির হোসেইন জারে
পার্সটুডে: ইরানের হেভিওয়েট ফ্রিস্টাইল কুস্তিগীর 'আমির হোসেইন জারে' বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জিতেছেন।
গতকাল (রোববার) সন্ধ্যায় ক্রোয়েশিয়ার জাগরেবে বিশ্ব ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপের প্রথম চার ওজন শ্রেণীর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।
পার্সটুডে'র রিপোর্ট অনুযায়ী, ইরানের 'আমির হোসেইন জারে' প্রতিযোগিতার ফাইনালে আজারবাইজানের প্যারিস অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী 'গেওর্গি মেশভিলিডশভিলি'র মুখোমুখি হন এবং ৫-০ ফলাফলে জয়ী হয়ে তৃতীয়বারের মতো বিশ্ব স্বর্ণ পদক জয় করেন। মাশভিলদিশভিলি প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জপদকজয়ী। 'আমির হোসেইন জারে' এর আগে দুটি আন্তর্জাতিক স্বর্ণ পদক এবং অলিম্পিকে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
এছাড়াও, এই প্রতিযোগিতায় ইরানের 'আহমদ মোহাম্মদনেজাদ জাভান' ৬১ কিলোগ্রাম ওজন শ্রেণীতে রৌপ্য পদক অর্জন করেন। আরেক ইরানি কুস্তিগীর 'কামরান কাসেমপুর' ৮৬ কিলোগ্রাম ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক লাভ করেন।#
পার্সটুডে/এমএআর/১৫