ইসরায়েল অনিচ্ছাকৃতভাবে মুসলিম জাতির সম্মিলিত ইচ্ছাশক্তিকে জাগ্রত করেছে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i152030-ইসরায়েল_অনিচ্ছাকৃতভাবে_মুসলিম_জাতির_সম্মিলিত_ইচ্ছাশক্তিকে_জাগ্রত_করেছে_পেজেশকিয়ান
পার্সটুডে – ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে দোহার উপর ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর হামলা হতাশা এবং ব্যর্থতা থেকে সৃষ্ট। তিনি বলেন, যে সরকার তার অবস্থানে আত্মবিশ্বাসী তাদের আলোচকদের উপর বোমা হামলা চালানোর প্রয়োজন নেই।
(last modified 2025-09-16T13:53:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:২১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে – ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে দোহার উপর ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর হামলা হতাশা এবং ব্যর্থতা থেকে সৃষ্ট। তিনি বলেন, যে সরকার তার অবস্থানে আত্মবিশ্বাসী তাদের আলোচকদের উপর বোমা হামলা চালানোর প্রয়োজন নেই।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার কাতারের দোহায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য অনুষ্ঠিত ইসলামী দেশ এবং আরব লীগের প্রধানদের এক জরুরি বৈঠকে আরো বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব,মর্যাদা এবং ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, গত ৯ সেপ্টেম্বরে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন ছিল একটি পূর্বপরিকল্পিত আক্রমণ যা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল; কূটনীতির বিরুদ্ধে এই আগ্রাসন ছিল অপরাধের চেয়েও বেশি এবং একটি প্রকাশ্য এবং নির্লজ্জ ঘোষণা যে সামরিক শক্তির মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করা আইনের মাধ্যমে নয়।

পেজেশকিয়ান আরো বলেন, “দুর্ভাগ্যবশত ২০২৫ সালের জুনে কূটনীতির সাথে একই রকম বিশ্বাসঘাতকতা এবং ইরানি জনগণের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু হওয়ার পর তেল আবিব শাসনকারী সন্ত্রাসীরা যে দায়মুক্তি অনুভব করছে তাতে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।”

ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “কোন সন্দেহ নেই যে গত সপ্তাহের দোহার উপর হামলা ছিল সম্পূর্ণ সন্ত্রাসবাদ;প্রমাণ করে যে তেল আবিব শাসক গোষ্ঠী যেকোনো নৈতিক ও আইনি বাধা পরিত্যাগ করেছে।”

গত ২ বছরে গাজা উপত্যকা ভয়াবহ অপরাধের শিকার হয়েছে যা মানবতার বিবেককে নাড়া দিয়েছে, এই বিষয়টির উপর জোর দিয়ে ইরানের নির্বাহী শাখার প্রধান আরো বলেন, “আজ গাজা জ্বলছে; ২ বছরেরও কম সময়ে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন;শিশুরা ক্ষুধার্ত এবং একই সাথে বিশ্ব দেখে এবং নিন্দা প্রকাশ করে সন্তুষ্ট; আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কর্মকাণ্ড গণহত্যা। তারপরও তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং এখন কাতার পর্যন্ত এর প্রভাব প্রসারিত করেছে।

মুসলিম দেশ এবং আরব লীগের নেতাদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, "তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে তারা যে বিপজ্জনক পথের মুখোমুখি হচ্ছে; ইহুদিবাদী শাসক গোষ্ঠী ২০২৫ সালে বেশ কয়েকটি মুসলিম দেশে বোমা হামলা চালিয়েছে। এই গোষ্ঠীর প্রতিটি আক্রমণ এবং আগ্রাসনকে বৈধ প্রতিরক্ষা হিসাবে ন্যায্যতা দেওয়া হয় এবং প্রতিবারই এটি পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতা এবং কেবল নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করছে।"

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।