বিদেশি প্রভাবমুক্ত থেকে আফগানিস্তানের জনগণকে ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i152106-বিদেশি_প্রভাবমুক্ত_থেকে_আফগানিস্তানের_জনগণকে_ভবিষ্যৎ_নির্ধারণ_করতে_হবে_ইরান
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি আফগানিস্তানের বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে সর্বাত্মক সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বিদেশি শক্তির প্রভাবমুক্ত থেকে জনগণকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি আফগানিস্তানকে মানবিক সহায়তা দেওয়া ইস্যুতে রাজনীতি করার নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-09-20T13:33:00+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১৭:৫৩ Asia/Dhaka
  • ইরাভানি
    ইরাভানি

পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি আফগানিস্তানের বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে সর্বাত্মক সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বিদেশি শক্তির প্রভাবমুক্ত থেকে জনগণকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি আফগানিস্তানকে মানবিক সহায়তা দেওয়া ইস্যুতে রাজনীতি করার নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের “আফগানিস্তান পরিস্থিতি” শীর্ষক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথা ঘোষণা করেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের  ৯০০ কিলোমিটার দীর্ঘ ইরান-আফগানিস্তান সীমান্ত এবং দীর্ঘ সময় ধরে লাখো শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, আফগানিস্তানের পরিস্থিতি সরাসরি ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তিনি আরও জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক উদ্যোগ এবং দোহা প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে।

জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন, আফগানিস্তানের জন্য একমাত্র টেকসই সমাধান হলো এমন একটি সর্বাত্মক রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা, যা দেশটির জাতিগত ও রাজনৈতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করবে; বাইরের চাপিয়ে দেওয়া সমাধান গ্রহণযোগ্য নয়।

দীর্ঘদিন ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার কারণে ইরানের ওপর সৃষ্ট নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে ইরাভানি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোকে অনিবার্য বলে উল্লেখ করেন। তিনি এ বিষয়ে আফগান সরকারের সহযোগিতা কামনা করেন।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত একটি স্বাধীন, ঐক্যবদ্ধ এবং সন্ত্রাস ও মাদকমুক্ত আফগানিস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করে আফগান সংকট মোকাবিলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।