ইরান: তেল ও গ্যাস শিল্পে বিদেশী বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র
https://parstoday.ir/bn/news/iran-i152256-ইরান_তেল_ও_গ্যাস_শিল্পে_বিদেশী_বিনিয়োগের_আকর্ষণীয়_কেন্দ্র
পার্স টুডে - ইরানের তেল ও গ্যাস শিল্প, বিশাল সম্পদ, কৌশলগত অবস্থান, সরকারি প্রণোদনা এবং বাজার সম্ভাবনার সমন্বয়ে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অনন্য সুযোগ প্রদান করে।
(last modified 2025-09-24T10:57:34+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১৬:৩০ Asia/Dhaka
  • ইরান: তেল ও গ্যাস শিল্পে বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য
    ইরান: তেল ও গ্যাস শিল্পে বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য

পার্স টুডে - ইরানের তেল ও গ্যাস শিল্প, বিশাল সম্পদ, কৌশলগত অবস্থান, সরকারি প্রণোদনা এবং বাজার সম্ভাবনার সমন্বয়ে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অনন্য সুযোগ প্রদান করে।

ইরান বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস মজুদের ধারকদের মধ্যে একটি এবং একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত।বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ এবং দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ সহ, দেশটি জ্বালানি খাতে অংশগ্রহণ করতে আগ্রহী বিদেশী বিনিয়োগকারীদের জন্য অতুলনীয় সুযোগ প্রদান করে।

ইরানের সমৃদ্ধ হাইড্রোকার্বন সম্পদ, চলমান আধুনিকীকরণ প্রচেষ্টা এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান- এসব কিছু এক সাথে মিলিত হয়ে দীর্ঘমেয়াদী ও লাভজনক বিনিয়োগের এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। 

বিশাল এবং অব্যবহৃত হাইড্রোকার্বন রিজার্ভ

ইরানের প্রমাণিত তেল রিজার্ভের পরিমাণ প্রায় ১৫৫ বিলিয়ন ব্যারেল যা বিশ্বের মোট তেল রিজার্ভের প্রায় ১০ শতাংশ।এছাড়াও, দেশটির প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় ৩৪ ট্রিলিয়ন ঘনমিটার, যা রাশিয়ার পরে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এই বিশাল সম্পদ থাকা সত্ত্বেও, অনেক তেল ও গ্যাস ক্ষেত্র এখনও অনুন্নত বা অনাবিষ্কৃত, যা বিদেশী বিনিয়োগকারীদের জন্য উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা সহ অনুসন্ধান, উন্নয়ন এবং উৎপাদন প্রকল্পে অংশগ্রহণের একটি অনন্য সুযোগ।

কৌশলগত ভৌগলিক অবস্থান 

ইরান এশিয়া, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, বিশ্বের প্রধান জ্বালানি বাজারে এ দেশের সহজ প্রবেশাধিকার রয়েছে। পারস্য উপসাগরে এর উপকূলরেখা, যার মধ্য দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল বাণিজ্য চলে, এ উপসাগর ইরানকে একটি স্বতন্ত্র লজিস্টিক সুবিধা প্রদান করে। এই কৌশলগত অবস্থানের কারণে পূর্ব ও পশ্চিমের বাজারে দ্রুত এবং কম খরচে জ্বালানি পণ্য রপ্তানি করা সম্ভব।

সরকারি সহায়তা ও প্রণোদনা

তেল ও গ্যাস শিল্পকে জোরদার করতে ইরান সরকার বিদেশী বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিয়েছে। বিদেশী অংশগ্রহণকে সহজতর করার নীতি বাস্তবায়নের মাধ্যমে ইরান প্রতিযোগিতামূলক প্রণোদনা প্রদান করছে যার মধ্যে রয়েছে কর ছাড়, আমদানি বা রপ্তানি শুল্ক ছাড় এবং নিশ্চিত মূলধন প্রত্যাবাসন। ইরানি পেট্রোলিয়াম চুক্তি (আইপিসি) কাঠামো বিদেশী বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং নমনীয় শর্ত প্রদান করে যা মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে।

বিনিয়োগের সুযোগের বৈচিত্র্য

বিনিয়োগকারীরা ইরানের তেল ও গ্যাস মূল্য-শৃঙ্খলের বিভিন্ন অংশে অংশগ্রহণ করতে পারেন যার মধ্যে রয়েছে:

উচ্চ পর্যায়ের কার্যক্রম: সাগরের মধ্যে এবং সমুদ্রতীরবর্তী ক্ষেত্রগুলোতে তেল ও গ্যাস অনুসন্ধান, খনন এবং উৎপাদন

মধ্য পর্যায়ের কার্যক্রম: পাইপলাইন, স্টোরেজ সুবিধা এবং পরিবহন অবকাঠামোর উন্নয়ন

নিম্নমুখী প্রকল্প: পরিশোধন, পেট্রোকেমিক্যাল উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক

এইসব বৈচিত্র্য বিনিয়োগকারীদের তাদের দক্ষতা এবং আগ্রহের ভিত্তিতে সেরা খাত বেছে নিতে ও উপযুক্ত রিটার্ন অর্জন করতে সাহায্য করবে। #
 

পার্স টুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।