আন্তর্জাতিক পুরস্কার জিতল ইরানি চলচ্চিত্র 'ডাইভ'; ফিলিস্তিনপন্থী গায়ককে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/iran-i153058-আন্তর্জাতিক_পুরস্কার_জিতল_ইরানি_চলচ্চিত্র_'ডাইভ'_ফিলিস্তিনপন্থী_গায়ককে_ভিসা_দেয়নি_যুক্তরাষ্ট্র
পার্সটুডে: মোহাম্মদ তানাবান্দেহ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'শিরজে' বা ডাইভ (Dive) একটি কানাডীয় চলচ্চিত্র উৎসব টিনএফএফ থেকে সেরা পুরস্কার অর্জন করেছে। মোহাম্মদ তানাবান্দেহ রচিত ও পরিচালিত এবং আমির সাইদ আবাদি প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতোপূর্বেও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
অক্টোবর ১৫, ২০২৫ ২০:৪৯ Asia/Dhaka
  • আন্তর্জাতিক পুরস্কার জিতল ইরানি চলচ্চিত্র 'ডাইভ'
    আন্তর্জাতিক পুরস্কার জিতল ইরানি চলচ্চিত্র 'ডাইভ'

পার্সটুডে: মোহাম্মদ তানাবান্দেহ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'শিরজে' বা ডাইভ (Dive) একটি কানাডীয় চলচ্চিত্র উৎসব টিনএফএফ থেকে সেরা পুরস্কার অর্জন করেছে। মোহাম্মদ তানাবান্দেহ রচিত ও পরিচালিত এবং আমির সাইদ আবাদি প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতোপূর্বেও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে।

কানাডার এই টিনএফএফ উৎসবটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন, যা প্রায়ই ;কানাডার অস্কার; নামে পরিচিত এবং টরন্টোতে অনুষ্ঠিত হয়।

ছবিটিতে অভিনয় করেছেন হোসেইন মহরি, আতোফে আকবারি, মোহাম্মদ সাদেক মিরমোহাম্মদি, মাহকামে জারিনে, আলি আসগর নুই, ফারিবরজ শাহকারেমি, নাসের জজনদারি, আরভিন জান্দ ও মহন দেরাখশান।

চলচ্চিত্রটির গল্পের সংক্ষিপ্তসারে বলা হয়েছে: “আযার, আমি শেষ যে বিষয়টি নিয়ে ভাবতে চাই, তা হলো সন্তান নেওয়া...

যুক্তরাষ্ট্র ইউসুফ ইসলামকে ভিসা দেয়নি; বই সফর বাতিল

ফিলিস্তিন সমর্থনকারী ব্রিটিশ গায়ক ও সঙ্গীতজ্ঞ ইউসুফ ইসলাম, যিনি পূর্বে ক্যাট স্টিভেনস নামে পরিচিত ছিলেন, সময়মতো ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে তার বই প্রচারের সফর বাতিল করতে বাধ্য হন।

অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ইউসুফ ইসলাম যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে তার আত্মজীবনীমূলক বইটি উপস্থাপনা ও প্রচার করার পরিকল্পনা করেছিলেন। এই গায়ক তার বই 'ক্যাট অন দ্য রোড টু নলেজ' প্রচারের জন্য ভিসার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলেন, বইটিতে তিনি তার সঙ্গীত জীবন এবং আধ্যাত্মিক যাত্রা বর্ণনা করেছেন। ইউসুফ ইসলামের বোস্টন, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, সান ফ্রান্সিস্কো এবং টরন্টোতে অনুষ্ঠান ও পরিবেশনার পরিকল্পনা ছিল। ৭৭ বছর বয়সী ইসলাম ইতোপূর্বে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বহুবার কথা বলেছেন।#

পার্সটুডে/এমএআর/১৫