ইকো ব্লকের মধ্যে সুসংগত 'নিরাপত্তা কাঠামো' প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান
-
ইকো সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইকো সদস্য দেশগুলোকে একটি সুসংগত, স্থিতিশীলতা-সৃষ্টিকারী, অন্তর্মুখী এবং উন্নয়ন-ভিত্তিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার পাশাপাশি তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার তেহরানে চতুর্থ ইকো মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই সংস্থাটিকে অর্থনৈতিক অভিন্নতার জন্য সদস্যদের দশকের পর দশকের প্রচেষ্টা, সমন্বয় এবং অনুশীলনের উত্তরাধিকারী বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, 'আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার সাফল্যের জন্য অন্যান্য বিষয়ের মধ্যে দৃঢ়, পূর্বাভাসযোগ্য, স্থিতিশীল এবং স্থিতিস্থাপক সাধারণ কাঠামো এবং প্ল্যাটফর্ম প্রয়োজন।'
তিনি ইকো সদস্য দেশগুলোসহ মধ্য এশিয়া, ককেশাস, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরের দেশগুলোকে 'একটি সুসংগত, অন্তর্মুখী স্থিতিশীল এবং উন্নয়ন-ভিত্তিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা এবং বাস্তবায়নের' আহ্বান জানিয়েছেন।
১৯৮৫ সালে ইরান, তুরস্ক এবং পাকিস্তান দ্বারা প্রতিষ্ঠিত ইকো তখন থেকে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত হয়েছে। আজ এটি আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
তার বক্তব্যের অন্যত্র প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যে এই অঞ্চলের দেশগুলো "সকল ক্ষেত্রে সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বয়ের জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম"। তিনি বলেন, ইকোর অসমাপ্ত কাজগুলোর মধ্যে একটি হল 'ইকোপোল' নামে একটি ইকো পুলিশ বাহিনী তৈরি করা যার প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি।
ইকো অঞ্চল "বিশ্বের কয়েকটি অঞ্চলের মধ্যে একটি যেখানে যৌথ পুলিশ বাহিনী নেই বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, 'আমাদের অঞ্চল এবং আশেপাশের অঞ্চলগুলো বিদেশী আক্রমণ থেকে মুক্ত নয়। তিনি বলেন, সমসাময়িক ইতিহাসের বৃহত্তম বিদেশী হস্তক্ষেপ এই অঞ্চলে সংঘটিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের কথা উল্লেখ করে পেজেশকিয়ান দুঃখ প্রকাশ করেন যে প্রায় ৮ দশক পরেও আমাদের অঞ্চলের কাছে "শতাব্দীর বৃহত্তম দখলদারিত্ব" অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট বলেন, 'গত দুই বছরে পশ্চিম এশিয়া অঞ্চলে এবং গাজায় দখলদারিত্বকারী শাসকগোষ্ঠী কর্তৃক বিশ্বের সবচেয়ে জঘন্য গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। #
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।