ইরান-উজবেকিস্তান সম্পর্ক উন্নয়ন; ব্যাপক বাণিজ্য ও খনির রোডম্যাপের চুক্তি
-
ইরান-উজবেকিস্তান শিল্প ও খনির সহযোগিতায় নয়া দিগন্ত
পার্সটুডে-ইরানের উচ্চপদস্থ অর্থনৈতিক প্রতিনিধিদলের উজবেকিস্তান সফরের পর দুই দেশই বাণিজ্য ও খনি বিষয়ক সহযোগিতা বিনিময়ে অগ্রগতির জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে একমত হয়েছে।
এ অঞ্চলে ইরানের অর্থনৈতিক কূটনীতি ব্যাপক গতিশীলতা পাচ্ছে। একদিকে, উজবেকিস্তানের সাথে শিল্প ও খনিজ সহযোগিতা চুক্তি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং অন্যদিকে, রাশিয়ার সাথে বিদ্যুৎ সমন্বয়ের অগ্রগতি আঞ্চলিক জ্বালানি বাজারের সাথে ইরানের সংযোগকে শক্তিশালী করবে। সিরিয়ার সাথে আন্তর্জাতিক শক্তিগুলোর সম্পর্ক পুনর্নির্ধারণের পাশাপাশি এই উন্নয়নগুলো পার্সটুডে'র আজকের সংবাদ পর্যালোচনায় থাকছে:
ইরান এবং উজবেকিস্তান যৌথ রোডম্যাপে সম্মত
ইরান-উজবেকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক একটি উল্লেখযোগ্য অগ্রগতির দ্বারপ্রান্তে। তাশখন্দে তার উজবেক প্রতিপক্ষের সাথে এক বৈঠকে, ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ আতাবাক প্রেসিডেন্টদের মাধ্যমে নির্ধারিত দৃষ্টিভঙ্গি অর্জনে দু দেশের দৃঢ় সংকল্প ঘোষণা করেন এবং স্বাক্ষরিত চুক্তিগুলোকে 'বিনিময়ে অগ্রগতির প্রতিশ্রুতি' বলে অভিহিত করেন।
বিনিয়োগ ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাতোভ এবং খনি ও ভূতত্ত্ব মন্ত্রী বাবুর ইসলামভের ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ আতাবাক এবং তার সাথে থাকা অর্থনৈতিক প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ সহযোগিতা উন্নয়নের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাসহ একটি রোডম্যাপ তৈরির ওপর জোর দেন। এই চুক্তিগুলো শিল্প, খনি এবং বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার পথ প্রশস্ত করবে। ইরানের অর্থনৈতিক প্রতিনিধিদল দ্বিপক্ষীয় প্রযুক্তির সহযোগিতা এবং হস্তান্তরের সুযোগ সম্পর্কে জানতে বেশ কয়েকটি বৃহৎ শিল্প কোম্পানি এবং তাশখন্দ প্রযুক্তি পার্কও পরিদর্শন করে।
রাশিয়ার সাথে পাওয়ার গ্রিড সিঙ্ক্রোনাইজ করার ব্যাপারে অগ্রগতি
তাভানির (ইরানের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনা) এর সিইও মোস্তফা রাজাবি মাশহাদি বিদ্যুৎ গ্রিড সিঙ্ক্রোনাইজ করার জন্য রাশিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে কারিগরি বৈঠক করার ঘোষণা দিয়েছেন। রাজাবি মাশহাদি আরও বলেছেন: দুই দেশের পাওয়ার গ্রিডের সিঙ্ক্রোনাইজেশন কয়েক মিনিটের জন্য পরীক্ষা করা হয়েছিল এবং যদি আজারবাইজান প্রজাতন্ত্রের প্রযুক্তিগত উদ্বেগগুলো সমাধান করা হয়, তবে চূড়ান্ত সংযোগ স্থাপন করা হবে। এই সংযোগ জরুরি পরিস্থিতিতে ইরানের পাওয়ার গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাশিয়ার নতুন সম্পর্ক
আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং আবু মোহাম্মদ আল-জুলানির নেতৃত্বে নতুন সিরিয়ার নেতৃত্বের সাথে মস্কোর আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। পেসকভ মস্কোতে সাম্প্রতিক রাশিয়া-সিরিয় আলোচনাকে 'মৌলিক এবং সফল' বলে অভিহিত করেছেন। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির অব্যাহত উপস্থিতি এই আলোচনার অন্যতম প্রধান বিষয়। পেসকভ পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ আয়োজনের জন্য মস্কোর প্রস্তুতির কথাও ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কথোপকথনটি অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।