‘চবাহার হচ্ছে আফগানিস্তানের জন্য এশিয়ার প্রবেশদ্বার’
আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, ইরানের চবাহার হচ্ছে আফগানিস্তানের জন্য মধ্য ও দক্ষিণ এশিয়ায় প্রবেশের দরজা।
ইরানের প্রেসিডেন্টের শীর্ষ সহকারী আকবর তোরকানের সঙ্গে এক বৈঠকে আবদুল্লাহ আবদুল্লাহ একথা বলেছেন। চবাহার বন্দরকে কেন্দ্র করে তেহরান ও কাবুলের মধ্যে সহযোগিতা বাড়বে বলে আশা করেন তিনি।
ড. আবদুল্লাহ আবদুল্লাহ আফগানিস্তানের রাস্তাঘাট নির্মাণ ও খনি উন্নয়নের কাজে ইরানের কোম্পানগিুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান।
বৈঠকে আকবর তোরকান বলেন, চবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিক পানি সীমায় প্রবেশের সম্ভাব্য সুযোগ পাবে। এ বন্দরের সামগ্রিক উন্নয়নের ফলে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা বাড়বে বলে আশা করেন ইরানের এ কর্মকর্তা। এছাড়া, আফগানিস্তানের খনি ও ইস্পাত শিল্পে ইসলামি প্রজাতন্ত্র ইরান সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত বলেও তিনি জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭