ইরানের ওপর জরুরি অবস্থার মেয়াদ আবারো বাড়ালেন ওবামা
গত বছর তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর তার দেশের জরুরি অবস্থার মেয়াদ আবারো বাড়িয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বারাক ওবামা আইনপ্রণেতাদের জানান যে, আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় এখনো ফিরে না আসায় তেহরানের ওপর জরুরি অবস্থা বহাল থাকবে।
ওবামা তার চিঠিতে আরো উল্লেখ করেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সেই সঙ্গে ১৯৮১ সালের ১৯ জানুয়ারিতে ইরানের সঙ্গে সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তাই আমি স্থির সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, ইরানের ওপর এখনো মার্কিন জরুরি অবস্থা বলবৎ থাকবে। ১৯৭৯ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্টের এক নির্বাহী আদেশে (আদেশ নম্বর-১২১৭০) ইরানের ওপর জাতীয় জরুরি অবস্থা আরোপ করা হয়। এরপর প্রতি বছর এর মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকার কথা ছিল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ওবামা।
প্রেসিডেন্টের নির্বাহী আদেশের অর্থ হচ্ছে ইরানের বিরুদ্ধে পরমাণু বহির্ভূত মার্কিন নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বহাল থাকবে। ১৯৭৯ এবং ১৯৮১ সালে তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার নির্বাহী ক্ষমতার বলে ইরান সংক্রান্ত রাষ্ট্রীয় জরুরী অবস্থার দু'টি আদেশে সই করেছিলেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৪