ইরানের বিভিন্ন প্রদেশে তুষারপাত শুরু
-
ইরানের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে তুষারপাত
গত কয়েক দিন ধরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে তুষারপাত হচ্ছে। কিছু পার্বত্য এলাকায় দেড় মিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। যদিও ইরানে এখনো শীত ঋতু শুরু হয়নি। ইরানে সাধারণত শীতকালেই তুষারপাত হয়।
ইরানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, গত কয়েকদিনে ইরানের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তুষারপাতের ফলে এদেশের রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গেছে।

তুষারপাতের তীব্রতার কারণে কয়েকটি এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং কিছু এলাকায় পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে, কিছু রাস্তায় বরফ গলাতে লবণ ছিটিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।#
পার্সটুডে/আবুসাঈদ/আশরাফুর রহমান/২৪