পরমাণু সমঝোতা লঙ্ঘনের আশঙ্কা; পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i26944-পরমাণু_সমঝোতা_লঙ্ঘনের_আশঙ্কা_পাল্টা_পদক্ষেপের_প্রস্তুতি_নিচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা নবায়ন করলে ইরান পাল্টা যেসব পদক্ষেপ নেবে তা নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে। তবে এখনই তা প্রকাশ করা হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ১৭:৩১ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা নবায়ন করলে ইরান পাল্টা যেসব পদক্ষেপ নেবে তা নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে। তবে এখনই তা প্রকাশ করা হবে না।

তিনি আজ (সোমবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পরমাণু সমঝোতার বাস্তবায়ন তদারকির দায়িত্বে নিয়োজিত কমিটির বৈঠকে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন সরকারের তৎপরতাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।

সালেহি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন সংক্রান্ত বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। এরপর এটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। কংগ্রেসের অনুমোদনের পরও চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের সই প্রয়োজন হবে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা শুরুর সময় থেকেই আমরা এ বিষয়টিও মাথায় রেখেছিলাম। কারণ আমরা জানি পাশ্চাত্যকে কখনোই বিশ্বাস করা যায় না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকালও স্পষ্ট ভাষায় বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন করা হলে তা পরমাণু সমঝোতা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর আগে তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞা নবায়ন করা হলে ইরান নিশ্চিতভাবে তার জবাব দেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮