ইরাকের মসুলে শিগগিরি স্বেচ্ছাসেবী বাহিনী বিজয়ী হবে: আয়াতুল্লাহ খাতামি
(last modified Fri, 06 Jan 2017 12:17:28 GMT )
জানুয়ারি ০৬, ২০১৭ ১৮:১৭ Asia/Dhaka

তেহরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি বলেছেন, ১৯৭৮ সালের ৯ জানুযারি হচ্ছে ইসলামী বিপ্লবের দ্বিতীয় পর্যায় শুরুর দিন এবং এটি ইরানি জাতির ঐক্যের দৃষ্টান্ত হয়ে আছে। আজ জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, ইরানে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি(র.)কে পাহলাভি সরকার অবমাননা করায় এর প্রতিবাদে ১৯৭৮ সালের ৯ জানুয়ারিতে ইরানের জনগণ ‌এবং ধর্মীয় শিক্ষক ও ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করে। ওই দিন নিরাপত্তা বাহিনীর হামলায় অনেক ছাত্র ও শিক্ষক শহীদ হয়েছিলেন।

তেহরানে জুমার নামাজের খতিব ১০ম প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ইরানের লাখ লাখ মানুষে বিক্ষোভের কথা উল্লেখ করে বলেছেন, ওই বিক্ষোভের মাধ্যমে জনগণ ফেতনা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উপযুক্ত জবাব দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শত্রুরা ওই ফেতনা সৃষ্টির চেষ্টা করেছিল।

তেহরানে জুমার নামাজের খতিব ইরাক, ইয়েমেন, সিরিয়া ও বাহরাইনসহ এ অঞ্চলের বিরাজমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার আলেপ্পোতে বিজয় সম্ভব হয়েছে। তিনি বলেন, ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীও খুব শিগগিরি দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মসুল শহর উদ্ধার করতে পারবে। তিনি বলেন, আশা করি খুব শিগগিরি ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর বিজয়ের খবর আপনাদের দিতে পারব। 

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২