নির্বাচনে হস্তক্ষেপের নীল-নক্সা করেছে শত্রুদের মিডিয়া: আয়াতুল্লাহ খাতামি
-
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, তার দেশের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের নীল-নক্সা তৈরি করেছে শত্রুদের সংবাদ-মাধ্যম। কিন্তু এই নির্বাচনে ইরানি জনগণের বিপুল উপস্থিতি শত্রুদের ওই ষড়যন্ত্রকে বানচাল করবে।
আজ তেহরানর জুমা নামাজের খোতবায় এ মন্তব্য করেছেন আয়াতুল্লাহ খাতামি।
তিনি যোগ্য প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্টকে জনগণের ভরণ-পোষণের সমস্যা সমাধানের পাশাপাশি শত্রুর সাংস্কৃতিক যুদ্ধ, ইসলামী রাষ্ট্র-ব্যবস্থার অবমাননা, দুর্নীতি ও বিলাসিতাকে কঠোর হাতে মোকাবেলা করতে হবে।
আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি পাকিস্তানের ভেতর থেকে পরিচালিত সন্ত্রাসী হামলায় ইরানের ১০ জন সীমান্ত রক্ষীর শাহাদতের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন: পাকিস্তানের ভূমি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হওয়া উচিত নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের ভেতর থেকে ইরানের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা পাকিস্তানের জন্য ক্ষতিকর হবে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২৮